TRENDING:

Birbhum News: কেন লকডাউনে বন্ধ হওয়া সব ট্রেন এখনও চালু হল না! মুখ খুললেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

Last Updated:

রেলের বিভিন্ন কাজকর্মের কাজ খতিয়ে দেখতে সোমবার সিউড়িতে আসেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। তিনি সিউড়ি এবং বিভিন্ন রেল স্টেশনের কাজকর্ম খতিয়ে দেখার পাশাপাশি রেলের একটি নতুন প্লাটফর্ম উদ্বোধন করলেন কুনুরি রেলস্টেশনে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : রেলের বিভিন্ন কাজকর্মের কাজ খতিয়ে দেখতে সোমবার সিউড়িতে আসেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা। তিনি সিউড়ি এবং বিভিন্ন রেল স্টেশনের কাজকর্ম খতিয়ে দেখার পাশাপাশি রেলের একটি নতুন প্লাটফর্ম উদ্বোধন করলেন কুনুরি রেলস্টেশনে। এবার এই রেল স্টেশনে ট্রেনে আসা বিভিন্ন মালপত্র লোড আনলোডের কাজ হবে এই প্লাটফর্ম-এ। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অরুণ আরোরা সিউড়িতে আসার পরিপ্রেক্ষিতে প্রশ্ন ওঠে এখনও পর্যন্ত কেন পূর্ব রেলের অনেক ট্রেন যেগুলি লকডাউন চলাকালীন বন্ধ হয়েছিল সেগুলি চালু হল না?
advertisement

এছাড়াও প্রশ্ন উঠে লকডাউন চলাকালীন বন্ধ হওয়ার বিভিন্ন স্টেশনে বিভিন্ন ট্রেনের স্টপেজ এখনও চালু হয়নি? এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে অরুণ আরোরা জানান, "ভারতীয় রেল কখনও বন্ধ হয়নি। কোভিডের সময় অর্থাৎ লকডাউন চলাকালীন চলেছে বিভিন্ন ট্রেন। যেমন অক্সিজেন এক্সপ্রেস, শ্রমিক স্পেশাল ইত্যাদি। এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাওয়াই ভারতীয় রেলওয়েও স্বাভাবিক হয়ে গিয়েছে।"

advertisement

আরও পড়ুনঃ যুগ যুগ আগে আদিবাসীরা কোন কোন জিনিসপত্র ব্যবহার করতেন? দেখা মিলবে এই জায়গায়

এর সঙ্গে সঙ্গে তিনি দাবি করেন, ৯৯ শতাংশ ট্রেন চালু হয়ে গিয়েছে। তবে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত পূর্ব রেলের আওতায় থাকা বেশ কিছু ট্রেন যেমন বর্ধমান মালদার একটি ট্রেন সহ আরও একাধিক ট্রেন চালু হয়নি। অন্যদিকে বেশ কিছু ট্রেনের স্টপেজ বিভিন্ন স্টেশন থেকে তুলে দেওয়া হয়েছে। সেই সকল ট্রেনের মধ্যে বেশ কিছু ট্রেন রয়েছে যেগুলি আগে সিউড়ি রেল স্টেশনে স্টপেজ দিত। কিন্তু কোভিডের সময় থেকে আর স্টপেজ দেয় না।

advertisement

View More

আরও পড়ুনঃ বাংলা মোদের গর্ব আশা জোগাচ্ছে ব্যবসায়ীদের

এই সকল বন্ধ হয়ে যাওয়ার ট্রেন এবং স্টপেজ তুলে দেওয়ার পরিপ্রেক্ষিতে অরুণ আরোরা জানান, "যে সকল ট্রেন বন্ধ হয়েছে সেই সকল ট্রেন জিরো বেসড টাইম টেবিলের জন্য বন্ধ হয়েছে। এই সকল ট্রেন বন্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে যে সকল আবেদন আসে সেগুলি পর্যালোচনা করে প্রতিনিয়ত রেল বোর্ডকে পাঠানো হয়। এর পরিপ্রেক্ষিতে বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই স্টপেজ পুনরায় চালু করা হয়েছে এবং যেগুলি বন্ধ রয়েছে সেগুলিও আলোচনার পরিপ্রেক্ষিতে পুনরায় চালু করা হবে।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: কেন লকডাউনে বন্ধ হওয়া সব ট্রেন এখনও চালু হল না! মুখ খুললেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল