TRENDING:

Kali Puja 2023: কোটেশ্বর রাজার রাজধানীর দ্বার আজ‌ও পাহারা দেন দ্বারবাসিনী কালী!

Last Updated:

ময়ূরেশ্বরের বিখ্যাত দ্বারবাসিনী কালীকে ঘিরে আজও প্রচলিত বহু লোককথা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: অজানা ইতিহাস জানতে চান? তাহলে আপনাকে পৌঁছতে হবে লালমাটির জেলা বীরভূমে। রামপুরহাট স্টেশন থেকে ৩৫ কিলোমিটার দূরে গেলেই আপনি পৌঁছে যাবেন ময়ূরেশ্বর থানার কোটাসুরে। সেই কোটাসুর গেলেই আপনি ঐতিহাসিক বিভিন্ন বিষয়ের স্পর্শ অনুভব করতে পারবেন।
advertisement

আরও পড়ুন: ভয়ে ভয়ে পুজো করতে যেতেন পুরোহিত! কালীর মূর্তি নেই, ৫০০ বছর ধরে পুজো হয় গাছের

বীরভূম জেলার ময়ূরেশ্বর থানার কোটাসুর গ্রামকে জুড়ে রয়েছে একাধিক পৌরাণিক কাহিনী। কথিত আছে, কোনও এক সময় কোটেশ্বর রাজার রাজধানী ছিল এই কোটাসুর। সেই রাজার নামানুসারে গ্রামের নাম হয় কোটাসুর। তবে অতীতে কোটাসুরের নাম কী ছিল তা আজ আর কেউ বলতে পারে না।

advertisement

View More

এই গ্রামের মধ্যেই রয়েছে কুলদেবতা মদনেশ্বর শিব মন্দির। এই মদনেশ্বর শিব মন্দিরকে রক্ষা করার জন্য গোটা গ্রাম একসময় বিশাল আকারের প্রাচীর দিয়ে ঘেরা ছিল। আর সেই পাঁচিলে ছিল দুটি দরজা। দক্ষিণ দিকে রয়েছে বাবা সন্ন্যাসী ও উত্তর দিকে আছেন কোটাসুর বাজার সংলগ্ন দ্বারবাসিনী কালী।

এক সময় এই এলাকাজুড়ে ছিল বিরাট বড় জঙ্গল। আর এই জঙ্গলের মধ্যেই ছিল এই কালী মন্দির। সেই সময় গ্রামেরই পুরোহিত দুর্গাপদ পাণ্ডার প্রচেষ্টায় জঙ্গল পরিষ্কার করে পুনরায় আবার নিত্য পুজোর ব্যবস্থা করা হয়। ১৩৭৭ সালে প্রথম কালী মন্দির নির্মাণ করা হয় গ্রামে। এই কালীমন্দিরে একসময় তন্ত্র সাধনা হত। বর্তমানে দিন বাড়ছে মা কালীর ভক্তের সংখ্যা। প্রতি আমাবস্যায় ভক্ত সমাগম হয়। এলাকাবাসীর মতে, দ্বারবাসিনী কালীকে মন থেকে ডাকলে সমস্ত অসুখ শরীর থেকে দূর হয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/বীরভূম/
Kali Puja 2023: কোটেশ্বর রাজার রাজধানীর দ্বার আজ‌ও পাহারা দেন দ্বারবাসিনী কালী!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল