Kali Puja 2023: ভয়ে ভয়ে পুজো করতে যেতেন পুরোহিত! কালীর মূর্তি নেই, ৫০০ বছর ধরে পুজো হয় গাছের

Last Updated:

৫০০ বছর ধরে হয়ে আসছে বন কালীর পুজো। ঘন, গভীর জঙ্গলের মধ্যে অধিষ্ঠান দেবীর

পশ্চিম বর্ধমান: চারিদিকে শাল, পিয়ালের ঘন জঙ্গল। দিনের বেলাতেও এখানে সূর্যের আলো ভাল করে প্রবেশ করে না। চতুর্দিকে গা ছমছমে পরিবেশ। তার‌ই মাঝে ৫০০ বছর ধরে হয়ে আসছে কালীপুজো। সবচেয়ে অবাক করা বিষয় হল এখানে দেবীর কোনও মূর্তিই নেই। জঙ্গলের গাছকে মা কালী রূপে পুজো করা হয়। গত পাঁচ শতাব্দী ধরে এই রীতিই চলে আসছে কাঁকসার রাজকুসুম গ্রামে।
এই বহু প্রাচীন কালীপুজোয় আজও হয় ছাগ বলি হয়। সারা বছর যেখানে পা দিতে মানুষ ভয় পায় সেখানে কালীপুজোর পরের দিন তিল ধরনের জায়গায় থাকে না। রাজকুসুম গ্রামের রায় পরিবারের সদস্যরা ঘন জঙ্গলের মধ্যে এই কালীপুজো চালিয়ে নিয়ে চলেছেন। স্থানীয়দের কাছে দেবী বনকালী নামে পরিচিত।
advertisement
advertisement
এই প্রাচীন কালীপুজোর আরেকটি রীতি আছে। সব জায়গায় যেদিন কালীপুজো হয় সেদিন নয়, এখানে পুজো হয় তার পরের দিন। দূরদূরান্ত থেকে বহু ভক্ত এখানে ছুটে আসেন। অনেকেই দেবীর কাছে মানত করে যান। মানত পূরণ হলে দেবীর উদ্দেশ্যে ছাগল নিবেদন করেন তাঁরা। পুজোর দিন সেই ছাগল বলি দেওয়া হয়।
বনকালীর প্রতিষ্ঠাতা কে তা সঠিকভাবে জানা যায় না। ঠিক কত সালে এই পুজো শুরু হয়েছিল সেই বিষয়টিও স্পষ্ট নয়। তবে রায় পরিবারের দাবি, পুজোটি ৫০০ বছরের বেশি পুরনো। বনকালীর পুজোর সঙ্গে গোপালপুরের ভট্টাচার্য পরিবারের যোগ আছে। ভট্টাচার্য পরিবারের বড় কালীর সঙ্গে বনকালীর যোগ রয়েছে বলে মনে করেন স্থানীয়রা। কালীপুজোর পরের দিন রাজকুসুমের রায় পরিবারের তরফ থেকে পুজো যায় গোপালপুরের ভট্টাচার্য পরিবারে। সেই পুজো যাওয়ার পরই দেবী বড়কালীর পুজো হয়। তারপর শুরু হয় রাজকুসুমের বনকালীর পুজো।
advertisement
রায় পরিবারের সদস্য বিদ্যুৎ রায় বলেন, বনকালীর কাছে মানত করলে তা সফল বেই। সেই কারণে দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত আসেন পুজো দিতে। তিনি আরও জানিয়েছেন, রায় পরিবারের বনকালীর পুজো একদিনের। বলা ভাল একবেলার। গত কয়েক কয়েক বছর ধরেই বনকালীর পুজোয় ভিড় ক্রমাগত বাড়ছে। প্রার্থনা সফল হওয়ার জন্য প্রচুর ভক্ত আসছেন দেবীর কাছে। ঘন জঙ্গলের মধ্যে শাল গাছের নিচে শুধুমাত্র বারিঘট রেখে বনকালীর পুজো হয়। যা পশ্চিম বর্ধমান জেলার গ্রাম্য কালীপুজোগুলির অন্যতম।
advertisement
রায় পরিবার এবং ভট্টাচার্য পরিবারের সদস্যরা বলেন, একসময় এই জঙ্গল আরও গভীর ছিল। বর্তমানে যেখানে বনকালী দেবীর পুজো হয়। সেখানে কেউ যেতে সাহস পেতেন না সহজে। পুজোর দিনে পুরোহিত ভয়ে ভয়ে পুজো করতে যেতেন। ভট্টাচার্য পরিবার থেকেই পুরোহিত যেতেন পুজো করতে। কিন্তু ভয় সঙ্গী করে তিনি পুজো করতে যেতেন। তখন তিনি দেবীর স্বপ্নাদেশ পান। তারপর থেকে ভট্টাচার্য পরিবারে শুরু হয় বড় কালীর পুজো। আর বনকালীর পুজো হয় কালীপুজোর পরদিন।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Kali Puja 2023: ভয়ে ভয়ে পুজো করতে যেতেন পুরোহিত! কালীর মূর্তি নেই, ৫০০ বছর ধরে পুজো হয় গাছের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement