CPIM: তৃণমূলের সঙ্গে জোট নিয়ে নিচুতলায় বিভ্রান্তি, ইয়েচুরির সামনেই সরব জেলার নেতারা

Last Updated:

দলের তিন দিনের বর্ধিত রাজ্য কমিিটর বৈঠকে যোগ দিতেই শুক্রবার কলকাতায় আসেন ইয়েচুরি৷ হাওড়ায় অনুষ্ঠিত তিন দিনের বর্ধিত রাজ্য কমিিটর বৈঠকও যেগ দেন তিনি৷

তৃণমূলের সঙ্গে জোট নিয়ে সিপিএমে বিভ্রান্তি।
তৃণমূলের সঙ্গে জোট নিয়ে সিপিএমে বিভ্রান্তি।
কলকাতা: রাজ্যে তৃণমূলের চরম বিরোধিতা৷ আবার সর্বভারতীয় স্তরে সেই তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়াই৷ ইন্ডিয়া জোট নিেয় সিপিএমের অন্দরে এবং দলের নিচুতলার কর্মীদের মধ্যে যে চরম বিভ্রান্তি রয়েছে, রাজ্যে এসে তা স্পষ্ট বুঝে গেলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তবে তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোটে থাকার ব্যাখ্যা খুব শিগগিরই দেওয়া হবে বলেও জানিয়েছেন ইয়েচুরি৷
দলের তিন দিনের বর্ধিত রাজ্য কমিিটর বৈঠকে যোগ দিতেই শুক্রবার কলকাতায় আসেন ইয়েচুরি৷ হাওড়ায় অনুষ্ঠিত তিন দিনের বর্ধিত রাজ্য কমিিটর বৈঠকও যেগ দেন তিনি৷ ওই বৈঠকে সিপিএমের বিভিন্ন জেলা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন৷ বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দলের সংগঠন কীভাবে আরও মজবুত করা যায়, তা নিয়ে আলোচনা করা৷
প্রতিটি জেলা থেকেই দু জন করে প্রতিনিধির বক্তব্য রাখার কথা ছিল৷
advertisement
advertisement
এই বক্তব্য রাখতে গিয়েই নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগণার মতো জেলার প্রতিনিধিরা সীতারাম ইয়েচুরির সামনেই বলে দেন, ইন্ডিয়া জোট নিয়ে নিচুতলার কর্মীদের মধ্য বিভ্রান্তি রয়েছে৷ সবথেকে বড় কথা সিপিএম, তৃণমূূলে়র সঙ্গে একই জোটে থাকলে লোকসভা নির্বাচনে ্অন্তত এ রাজ্যে দলের রণকৌশল কী হবে, তা বুঝতে পারছেন না নিচুনতলার কর্মীরা৷
advertisement
জেলা স্তরের নেতাদের এই আশঙ্কা যে একেবারে অমূলক নয়, তা রাজ্য স্তরের নেতারাও স্বীকার করে নিচ্ছেন৷ রাজ্য কমিটির বর্ধিত বৈঠকে বাকি দু দিনও যে ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গী হওয়া নিয়ে চর্চা চলবে, সেই সম্ভাবনা প্রবল৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
CPIM: তৃণমূলের সঙ্গে জোট নিয়ে নিচুতলায় বিভ্রান্তি, ইয়েচুরির সামনেই সরব জেলার নেতারা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement