CPIM: তৃণমূলের সঙ্গে জোট নিয়ে নিচুতলায় বিভ্রান্তি, ইয়েচুরির সামনেই সরব জেলার নেতারা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:UJJAL ROY
Last Updated:
দলের তিন দিনের বর্ধিত রাজ্য কমিিটর বৈঠকে যোগ দিতেই শুক্রবার কলকাতায় আসেন ইয়েচুরি৷ হাওড়ায় অনুষ্ঠিত তিন দিনের বর্ধিত রাজ্য কমিিটর বৈঠকও যেগ দেন তিনি৷
কলকাতা: রাজ্যে তৃণমূলের চরম বিরোধিতা৷ আবার সর্বভারতীয় স্তরে সেই তৃণমূলের সঙ্গে জোট বেঁধে লড়াই৷ ইন্ডিয়া জোট নিেয় সিপিএমের অন্দরে এবং দলের নিচুতলার কর্মীদের মধ্যে যে চরম বিভ্রান্তি রয়েছে, রাজ্যে এসে তা স্পষ্ট বুঝে গেলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ তবে তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোটে থাকার ব্যাখ্যা খুব শিগগিরই দেওয়া হবে বলেও জানিয়েছেন ইয়েচুরি৷
দলের তিন দিনের বর্ধিত রাজ্য কমিিটর বৈঠকে যোগ দিতেই শুক্রবার কলকাতায় আসেন ইয়েচুরি৷ হাওড়ায় অনুষ্ঠিত তিন দিনের বর্ধিত রাজ্য কমিিটর বৈঠকও যেগ দেন তিনি৷ ওই বৈঠকে সিপিএমের বিভিন্ন জেলা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন৷ বৈঠকের মূল উদ্দেশ্য ছিল দলের সংগঠন কীভাবে আরও মজবুত করা যায়, তা নিয়ে আলোচনা করা৷
প্রতিটি জেলা থেকেই দু জন করে প্রতিনিধির বক্তব্য রাখার কথা ছিল৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘মহুয়া দলের জন্য প্লাস, মাইনাস নয়, ওঁর রাজনৈতিক ভবিষ্যত উজ্জ্বল…’ বার্তা সুদীপ বন্দোপাধ্যায়ের
এই বক্তব্য রাখতে গিয়েই নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগণার মতো জেলার প্রতিনিধিরা সীতারাম ইয়েচুরির সামনেই বলে দেন, ইন্ডিয়া জোট নিয়ে নিচুতলার কর্মীদের মধ্য বিভ্রান্তি রয়েছে৷ সবথেকে বড় কথা সিপিএম, তৃণমূূলে়র সঙ্গে একই জোটে থাকলে লোকসভা নির্বাচনে ্অন্তত এ রাজ্যে দলের রণকৌশল কী হবে, তা বুঝতে পারছেন না নিচুনতলার কর্মীরা৷
advertisement
জেলা স্তরের নেতাদের এই আশঙ্কা যে একেবারে অমূলক নয়, তা রাজ্য স্তরের নেতারাও স্বীকার করে নিচ্ছেন৷ রাজ্য কমিটির বর্ধিত বৈঠকে বাকি দু দিনও যে ইন্ডিয়া জোটে তৃণমূলের সঙ্গী হওয়া নিয়ে চর্চা চলবে, সেই সম্ভাবনা প্রবল৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 04, 2023 12:16 PM IST