Mahua Maitra: 'মহুয়া দলের জন্য প্লাস, মাইনাস নয়, ওঁর রাজনৈতিক ভবিষ্যত উজ্জ্বল...' বার্তা সুদীপ বন্দোপাধ্যায়ের

Last Updated:

এথিক্স কমিটির ডাকে সাড়া দিয়ে গত ২ নভেম্বর হাজির হয়েছিলেন মহুয়া৷

 সাংসদ মহুয়া মৈত্র
 সাংসদ মহুয়া মৈত্র
কলকাতা: সংসদে ‘টাকা নিয়ে প্রশ্ন’-কাণ্ডে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ মহুয়ার বিরুদ্ধে ‘অর্থের বিনিময়ে প্রশ্ন’ নিয়ে যে অভিযোগ উঠেছে,  বিষয়ে লোকসভার এথিক্স কমিটি বৃহস্পতিবার বৈঠকে বসে। এথিক্স কমিটির ডাকে সাড়া দিয়ে গত ২ নভেম্বর হাজির হয়েছিলেন মহুয়া৷ যদিও তাঁকে সেখানে যে প্রশ্ন করা হয়, সেই সব প্রশ্নের নৈতিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি৷ বস্ত্রহরণের উদাহরণ টেনে লোকসভার স্পিকারকে চিঠি লিখেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ। তবে রাজনৈতিক মহলের প্রশ্ন এথিক্স কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করে থাকবে মহুয়ার ভবিষ্যত। আর মহুয়ার সেই ভবিষ্যত কি?
লোকসভায় তৃণমূলের দলনেতা ও পাঁচ বারের সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় জানিয়েছেন, ‘মহুয়ার ভবিষ্যৎ খুব উজ্জ্বল।’ তবে একই সঙ্গে তাঁর শঙ্কা, একটি টার্মে নির্বাচনে লড়াই করতে নাও দেওয়া হতে পারে সাংসদকে৷ তবে গোটা পরিস্থিতি যে উচ্চ আদালতের দিকে চেয়ে থেকে এগোবে এমনটাও মনে করছে রাজনৈতিক মহল। যাঁরা দীর্ঘ দিনের সংসদীয় কাজের সঙ্গে বা আইনের সঙ্গে পরিচিত তাঁরা বলছেন এথিক্স কমিটি আসলে নীতি নির্ধারণ কমিটি। কিন্তু তার কোনও পরিষ্কার রুল করা নেই৷ এথিক্স কমিটিতে কোনও বিষয় এলে, কমিটি উভয় পক্ষকেই ডেকে জিজ্ঞাসাবাদ করে৷ সেই রিপোর্ট কমিটি স্পিকারের কাছে জমা দেন৷ স্পিকার সেই রিপোর্ট সংসদে পেশ করেন৷ এই ক্ষেত্রে অবশ্য মোশন এনে আলোচনা করা যায়৷ যদি কোনও সদস্য ভোটাভুটি চায় সেটিও করা যেতে পারে৷ এক্ষেত্রে বিজেপি সংসদে সংখ্যাগরিষ্ঠ। ফলে উভয় দিক থেকেই তারা সুবিধা পাবে৷ তবে এথিক্স কমিটি যদি কাউকে ভোটে লড়া থেকে বিরত করেন তাহলে সেই ব্যক্তির আদালতে যাওয়ার সুযোগ আছে৷
advertisement
তবে সাংসদদের অনেকেই বলছেন বর্তমান কার্য প্রণালীর বা সংসদের সময়সীমা অবধি বিরত রাখা যায় বা সাসপেন্ড করা যায়৷ তার পরেও ভোটে লড়াই করা যাবে না এমন সিদ্ধান্ত সাধারণত হয় না।লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দোপাধ্যায় অবশ্য বলছেন, এই এথিক্স কমিটি চলতি বছরের ফ্রেব্রুয়ারিতে তৈরি৷ যদিও সেখানে কার্যত বিরোধীদের কোনও ভূমিকা নেই৷ ফলে একতরফা সিদ্ধান্ত নেওয়ার দিকে ঝুঁকছে বিজেপি৷ তবে মহুয়া লড়াই করছে৷ নিজের কথা জানিয়েছে৷ বাকিরাও কংগ্রেস-সিপিএম সহ একাধিক রাজনৈতিক দল মহুয়াকে সমর্থন জানিয়েছে। কৃষ্ণনগরের সাংসদকে নিয়ে লোকসভায় তৃণমূলের দলনেতা একইসঙ্গে বলছেন, মহুয়া দলের জন্য প্লাস, মাইনাস নয়৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mahua Maitra: 'মহুয়া দলের জন্য প্লাস, মাইনাস নয়, ওঁর রাজনৈতিক ভবিষ্যত উজ্জ্বল...' বার্তা সুদীপ বন্দোপাধ্যায়ের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement