অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর শেষ হতেই সেই সমস্ত ইচ্ছুক জমিদাতাদের হাতে গ্রুপ ডি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হল। শনিবার জেলা প্রশাসন ভবনে ওই অনুষ্ঠান হয়৷ যেখানে ২৫ জনের হাতে গ্রুপ ডি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়৷ এই নিয়ে জেলা শাসক বিধান রায় বলেন, ‘মানবিক প্যাকেজের ঘোষণা মতো যাঁরা জমিদাতাদের মনোনিত প্রার্থীরা চাকরি পাচ্ছেন। সেই মত এদিনও ২৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল।’
advertisement
আরও পড়ুন-এই জেলা থেকেই ১১ জন! স্পেশ্যাল অলিম্পিকে সুযোগ পেয়ে জার্মানি পাড়ি পাপিয়া, ইতিরা
আরও পড়ুন-অবশেষে আছড়ে পড়ল অতি তীব্র ঘূর্ণিঝড় মোকা, কী পরিস্থিতি বকখালির? কী পরিস্থিতি সাধারণ মানুষের?
প্রসঙ্গত, ডেউচা পাঁচামি প্রস্তাবিত কয়লাখনির জন্য মানবিক প্যাকেজের কথা ঘোষণা করেছেন রাজ্য সরকার। সেই প্যাকেজ অনুসারে যাঁরা জমিদাতা তাঁদের মনোনীত প্রার্থী সরকারি চাকরি পাবেন। সেই মত ইতিমধ্যে ৬০০ জন জমিদাতার মনোনীত প্রার্থী জুনিরায় কনস্টেবল পদে এবং ৩০০ জন গ্রুপ ডি পদে নিয়োগ হয়ে রীতিমতো চাকরি করছেন। এবার আরও ২৫ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হল।
Subhadip Pal