বীরভূম: শারীরিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে মাধ্যমিকে সাফল্য। যদুরায় মেমোরিয়াল হাইস্কুলের পড়ুয়া মহাদেব শর্মার ফল দেখে খুশি সকলেই। জন্ম থেকেই নার্ভের অসুখের কারণে তার দুটি হাত ও পা অকেজো। বাবা সুভাষ শর্মা পেশায় কাঠ মিস্ত্রি আর সেই কাজের ফাঁকেই ছেলেকে কোলে করে দিয়ে যান স্কুলে। সেই ছাত্রেরই মাধ্যমিকের ফল অভাবনীয়। স্বাভাবিকভাবেই তার এই কৃতিত্বে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, বন্ধু, অভিভাবকরা। স্কুল সূত্রে জানা গিয়েছে, মহাদেব এবছর মাধ্যমিকে প্রায় ৬৪ শতাংশ পেয়েছে। মহাদেবের ইচ্ছা ভবিষ্যতে ব্যাঙ্কে চাকরি করার ।
advertisement
বাবাও চান ছেলে একটি সরকারি চাকরি পাক। নিজের আয় খুব সীমিত হওয়ায় তাঁকে বারংবার বেগ পেতে হয়েছে৷ তাই তিনি আবেদন করেছেন ছেলের পড়াশুনোর খরচ চালানোর জন্য যদি সরকারি কোনও সাহায্য পাওয়া যায়।
খুশি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যামিনীকান্ত সাহা, অন্য শিক্ষক শিক্ষিকারা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন, “মহাদেব আমাদের স্কুলে পঞ্চম শ্রেণি থেকে পড়ে আসছে৷ বিশেষ চাহিদা সম্পন্ন হওয়া সত্ত্বেও নিজের চেষ্টায় যে ভাল নম্বর পেয়েছে তাতে আমরা খুশি। আগামিদিনে আমাদের সামর্থ্যমত সহযোগিতা করব।