আরও পড়ুন: স্কুলটাইমে লাগাতার হামলায় আহত এক মহিলা-সহ তিন, আততায়ীকে ঘিরে পুলিশ, কী ঘটল খাকুড়দায়
বুধবার খয়রাশোল ব্লকের রানীপাথর গ্রামের দাসপাড়া ৩৮ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি দেওয়া হয় স্থানীয় শিশু এবং তাদের মায়েদের। মোট ১০০ জনের জন্য রান্না করা হলেও এদিন ৬০ জনকে খিচুড়ি দেওয়া হয়েছিল। এরপরই খিচুড়ির মধ্যে মরা টিকটিকি দেখতে পান অভিভাবকরা। এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
advertisement
এই চাঞ্চল্যকর ঘটনার পরই তৃণমূল এবং বিজেপির স্থানীয় নেতৃত্বরা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে হাজির হন। সেখানে গিয়ে পৌঁছন দুবরাজপুরের বিধায়ক অনুপ কুমার সাহা। তিনি গ্রামে অ্যাম্বুলেন্স পাঠিয়ে অসুস্থদের হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করেন।
প্রসঙ্গত কয়েকদিন আগেই রাজনগরে লক্ষ্মীপুজোর প্রসাদের বাসি খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়েন মোট ২১ জন। তাঁদের মধ্যে এক শিশু সহ তিনজনের মৃত্যু হয়। তার কয়েকদিন পর এবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়িতে মরা টিকটিকি পাওয়ায় আতঙ্ক আরও বেড়েছে।
সৌভিক রায়