ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত রসুলপুর গ্রামে। বুধবার চাইল্ড লাইন, দুবরাজপুর থানার পুলিশ এবং দুবরাজপুর ব্লকের আধিকারিকরা ওই গ্রামে ওই নাবালিকার বাড়িতে পৌঁছান। তারা সেখানে গিয়ে জানতে পারেন বিয়ে ঠিক হওয়া ওই নাবালিকার বয়স মাত্র ১৫ বছর। এমনটা জানতে পেরেই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং মুচলেকা লিখিয়ে বিয়ে বন্ধ করতে সক্ষম হন। অল্প বয়সে বিয়ে দেওয়ার পরিণতি কী হতে পারে তা নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের বোঝানোর পর এমনটা সম্ভব হয়।
advertisement
চাইল্ড লাইন সূত্রে জানা গিয়েছে, ওই পরিবারটি খুবই দরিদ্র। বাবা গরু চড়ান। পাশাপাশি বাড়িতে রয়েছে দুই মেয়ে এবং এক ছেলে। যাদের মধ্যে এক মেয়ে বিশেষ ভাবে সক্ষম। এই পরিস্থিতিতেই তারা ছোট মেয়ের বিয়ে দেওয়ার জন্য ব্যস্ততা শুরু করেন। তবে এখন প্রশাসনের কর্তাদের সঙ্গে কথা বলে বিয়ে দেবেন না এমনটাই মুচলেকায় জানিয়েছেন ওই নাবালিকার অভিভাবকরা।
অন্যদিকে, চাইল্ড লাইনের তরফ থেকে জানানো হয়েছে, "আমরা ওই নাবালিকার পরিবারের সদস্যদের সমস্ত কিছু বুঝিয়ে অবশেষে বিয়ে বন্ধ করার জন্য রাজি করাতে পেরেছি। মেয়েটি এই মুহূর্তে স্কুলছুট রয়েছে। আমরা যেমন নাবালিকা ওই মেয়েটির বিয়ে রুখে দিতে সক্ষম হয়েছি, ঠিক তেমনি আমাদের লক্ষ্য ওই মেয়েটিকে পুনরায় স্কুলে ফেরানো। এর জন্য আমরা সমস্ত রকম সহযোগিতা করব।"
Madhab Das