সেখানে আবার দুজনের মধ্যে বচসা বাঁধে এবং তারপর তা হাতাহাতির রূপ নেয়। ইতিমধ্যে তারা দুজনে দুজনকে লাঠি নিয়ে তাড়া করতে শুরু করেন। সেই সময় তাহের শেখ (৩৮) মাটিতে পড়ে যান এবং অসুস্থতা বোধ করলে তাকে তড়িঘড়ি স্থানীয়রা মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে তাহের শেখের পরিবারের সদস্যরা অভিযোগ তুলেছেন, তাহের শেখের দাদা মিলন শেখ তাহের শেখকে খুন করেছেন। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে মুরারই থানায় এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ দায়ের হয়নি।
advertisement
আরও পড়ুনঃ যাত্রা বন্ধ হলেও সাড়ম্বরে রাস উৎসব কেউবোনা গ্রামে
তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্বতঃপ্রণোদিত ভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক অথবা গ্রেফতার করা হয়নি। অভিযোগ দায়ের হলে পুলিশ স্বতঃস্ফূর্তভাবে ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে তাহের শেখকে মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হলে তার মৃতদেহ রামপুরহাট গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয় ময়না তদন্তের জন্য। সেখানে ময়নাতদন্তের পর তার শেষকৃত্য করা হবে বলে জানা যাচ্ছে পরিবার সূত্রে।
Madhab Das