এরপর খবর দেওয়া হয় বোম ডিসপোজাল টিমকে। খবর পেলেও বোম ডিসপোজাল টিমকে ঘটনাস্থলে পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগে। দেখতে দেখতে অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর ঘটনাস্থলে বোম ডিসপোজাল টিম এসে তাদের সদস্যরা শুরু করেন ওই ব্যাগে কি রয়েছে তা সনাক্তকরণের কাজ।
আরও পড়ুনঃ ফলহারিণী অমাবস্যায় তারাপীঠের বিশেষ পুজো
advertisement
এরপর সেই ব্যাগ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় তিলপাড়া সতীঘাট শ্মশানে। রবিবার গভীর রাতে সেই ব্যাগ সতীঘাট শ্মশানে নিয়ে যাওয়ার পর নষ্ট করার জন্য নির্জন জায়গায় বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়। যদিও শেষমেষ পুলিশ দাবি করে, বিস্ফোরক জাতীয় কোন জিনিস ছিল না ওই ব্যাগে। তবে ওই ব্যাগে কি ছিল তা জানা যায়নি।
আরও পড়ুনঃ সঙ্গীতের মঞ্চে জাতীয় স্তরে সেরার সম্মান সিউড়ির মাধ্যমিক পরীক্ষার্থীর
অন্যদিকে কে বা কারা, কী উদ্দেশ্যে এই ব্যাগ ওই জায়গায় রেখে গিয়েছিল তাও জানা সম্ভব হয়নি। তবে ওই ব্যাগ নিষ্ক্রিয় করার পরই বোমাতঙ্ক থেকে মুক্ত হয় সদর শহর সিউড়ি।
Madhab Das