Birbhum News : ফলহারিণী অমাবস্যায় তারাপীঠের বিশেষ পুজো
Last Updated:
প্রতিবছর ফলহারিণী অমাবস্যার দিন বীরভূমের তারাপীঠ তীর্থক্ষেত্রে তারা মায়ের শরণাপন্ন হন হাজার হাজার পুণ্যার্থীরা। ভিড়ের দিক থেকে হিসাব করলে কৌশিকী অমাবস্যার পরেই ফলহারিণী অমাবস্যায় তারাপীঠে সবচেয়ে বেশি ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়।
বীরভূম : শাস্ত্রে বলা আছে, 'জীবনেয সর্বস্ব' অর্থাৎ একদিকে ফলহারিণী, সাধকের কর্মফল হরণ করেন। জ্যৈষ্ঠ মাসে আম, জাম, লিচু, কাঁঠাল ইত্যাদি ফল খুব সহজে পাওয়া যায়। যে কারণে ভক্তরা ইষ্ট দেবতাকে নানান ফল দিয়ে প্রসাদ দিয়ে থাকেন। অন্যদিকে এই তিথিতে ভক্তদের অভীষ্টফল, মোক্ষফল প্রদান করেন।কথিত আছে, ফলহারিণী অমাবস্যায় মা কালী নিজে তার সন্তানদের শুভ ফল প্রদান করেন এবং সেই সঙ্গে তাঁদের অশুভ ফলও হরণ করে থাকেন। মানুষ সারা জীবন কর্ম করে থাকেন, আর মনে করা হয় তাদের সেই কর্মের ফল দিয়ে থাকেন দেবী কালিকা। ফলহারিণী অমাবস্যায় প্রত্যেকের বিদ্যা, কর্ম ও সেই সঙ্গে অর্থভাগ্যের উন্নতি ঘটে। প্রেম-প্রণয়ে সমস্ত বাধা দূর হয়। দাম্পত্য ও সাংসারিক জীবনে সুখশান্তি লাভ হয়।
এইসকল বিশ্বাস থেকেই প্রতিবছর ফলহারিণী অমাবস্যা দিন বীরভূমের(Birbhum) তারাপীঠ(Tarapih) তীর্থক্ষেত্রে তারা মায়ের শরণাপন্ন হন হাজার হাজার পুণ্যার্থীরা। ভিড়ের দিক থেকে হিসাব করলে কৌশিকী অমাবস্যার পরেই ফলহারিণী অমাবস্যায় তারাপীঠে(Tarapith) সবচেয়ে বেশি ভক্তদের(Devotees) ভিড় লক্ষ্য করা যায়। তবে এই বছর রেল পরিষেবা ব্যাহত থাকার কারণে ভক্তদের ভিড়ে কিছুটা হলেও লাগাম পড়েছে। সেই কথায় জানিয়েছেন তারাপীঠ মন্দির(Tarapith Temple) কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায়।অন্যদিকে ফলহারিণী অমাবস্যায় সন্ধ্যাবেলায় তারা মাকে সাজানো হবে রাজবেশে ফল দিয়ে। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে ভক্তরা তারা মাকে মিষ্টান্ন ভোগের পাশাপাশি ফল দিয়ে ভোগ দেন। এই ফলহারিণী অমাবস্যা এবং তার বিশেষত্ব সম্পর্কে আরও বিস্তারিত জানালেন তারাময় মুখোপাধ্যায়। তিনি বলেন, "মা তারা(Maa Tara) আজ চার হাতে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ নিয়ে বসে আছেন। আজকের দিনে পুজো দিয়ে ভক্তরা কিন্তু সেই ফলই চেয়ে নেবেন"।
advertisement
মাধব দাস
advertisement
Location :
First Published :
May 29, 2022 1:33 PM IST