আরও পড়ুন: হাতি খেদাতে গিয়ে মৃত্যু হুলা পার্টির দুই সদস্যের, জখম আরও ৪
শুক্রবার দুপুরে ব্যাগপত্র নিয়ে বিজেপির জেলা কার্যালয়ে এসে হাজির হন খয়রাশোলের ময়নাডাল এলাকার ওই ৫০ জন বিজেপি কর্মী। সেই নিয়ে রাজনৈতিক তর্জা তুঙ্গে উঠেছে বীরভূমে। বিজেপির অভিযোগ, তাদের ওই নেতাকর্মীরা ময়নাডাল এলাকায় ত্রিস্তর পঞ্চায়েত ভোটের দিন ছাপ্পা দিতে বাধা দিয়েছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের। তারপর থেকেই ওই বিজেপি কর্মীদের উপর বারংবার হামলা চালানো হচ্ছে । তাঁদের বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। শেষে পুলিশকে দিয়ে মিথ্যে মামলায় ফাঁসিয়ে আটক করা শুরু হয়েছে দলীয় কর্মী সমর্থকদের। সেই বিপদ থেকে বাঁচতেই ওই বিজেপি কর্মীরা বাড়ি ছেড়ে জেলা অফিসে এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
advertisement
যদিও বিজেপির অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূলের জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, ওই এলাকায় নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে বেশকিছু হিংসা হয়েছিল। তার জন্যই কিছুজনের বিরুদ্ধে পুলিশে কেস হয়েছে। পুলিশ যখন তাঁদের ধরতে যায় তখন তাঁরা পালিয়ে এসে কার্যালয়ে হাজির হয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই।
শুভদীপ পাল