স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালগাড়ির উপর চেপে এক যুবক সেলফি তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই যুবককে উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁর চিকিৎসা চলছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জীবনের ঝুঁকি নিয়ে এই ভাবে সেলফি তুলতে যাওয়া ওই যুবকের নাম হল টুয়েল খান। তাঁর বয়স ১৯ বছর এবং তিনি রাজগ্রামের বাসিন্দা। জানা গিয়েছে এদিন রাজগ্রাম রেলওয়ে স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল একটি মালগাড়ি।
advertisement
আরও পড়ুন : ঘনিষ্ঠ মুহূর্তে নগ্ন শরীরে ৫০ টিউব আঠা! পরকীয়ারত জুটিকে নৃশংস হত্যাকাণ্ডে ধৃত তান্ত্রিক
হঠাৎই ওই মালগাড়ির উপর চেপে তাকে সেলফি তুলতে উঠতে দেখা যায় এবং মালগাড়ির ছাদে চেপে সেলফি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়েন। তার পরনে যে জামাকাপড় ছিল, তা পুড়ে ছাই হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুরারই গ্রামীণ হাসপাতাল এবং পরে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়।
আরও পড়ুন : রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করলেন সিভি আনন্দ বোস, অনুষ্ঠানে অনুপস্থিত শুভেন্দু অধিকারী
চিকিৎসকদের তরফ থেকে জানা গিয়েছে, ওই যুবকের শরীরের ৮০ শতাংশ অংশ পুড়ে গিয়েছে। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন যুবকের বন্ধু সাম্বু শেখ জানিয়েছেন, "স্টেশনে দুপুরবেলায় দুজনে ঘুরতে গিয়েছিলাম এবং সেই সময় হঠাৎ করে টুয়েল মালগাড়ির ছাদে চেপে সেলফি তোলার চেষ্টা করে। সেই সময় তার স্পর্শ করে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং মাটিতে ছিটকে পড়ে। জামা কাপড় সব পুড়ে গিয়েছে, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"






