TRENDING:

৮ কোটি ২০ লক্ষ টাকার বরাদ্দ! এক মাসে বদলে যাবে সিউড়ি, ৩৮২টি উন্নয়নের কাজ হবে একসঙ্গে!

Last Updated:
৮ কোটি ২০ লক্ষ টাকার বরাদ্দ! এক মাসে বদলে যাবে সিউড়ি, ৩৮২টি উন্নয়নকাজ একসঙ্গে
advertisement
1/5
৮ কোটি ২০ লক্ষ টাকার বরাদ্দ! এক মাসে বদলে যাবে সিউড়ি, ৩৮২টি উন্নয়নের কাজ হবে একসঙ্গে!
বীরভূম, সুদীপ্ত গড়াই: সিউড়ি পৌরসভা এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকারের ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পের অধীনে ৮ কোটি ২০ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। এত বড় অঙ্কের বরাদ্দ পেয়ে খুশি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়। তাঁর দাবি, পৌরসভার সঙ্গে দীর্ঘ ২৫ বছরের অভিজ্ঞতায় এই প্রথম একসঙ্গে এত বড় অঙ্কের টাকা উন্নয়নমূলক কাজে বরাদ্দ হল।
advertisement
2/5
পৌরসভা সূত্রে জানানো হয়েছে, আগামী দু’-এক দিনের মধ্যেই কাজ শুরু হবে এবং এক মাসের মধ্যে সমস্ত কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সিউড়ি শহরের ২১টি ওয়ার্ড ও ৮২টি বুথ মিলিয়ে মোট ৩৮২টি উন্নয়নমূলক কাজ হবে। এর মধ্যে ১৬৯টি রাস্তার কাজ ছাড়াও ড্রেন সংস্কার, পানীয় জল ব্যবস্থা, স্ট্রিট লাইট, হাই মাস্ট ও এলইডি লাইট বসানোর কাজ অন্তর্ভুক্ত রয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
3/5
চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, প্রতিটি কাজের জায়গায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ ব্যানার টাঙানো থাকবে, যেখানে কাজের বিবরণ ও ব্যয়ের পরিমাণ উল্লেখ থাকবে। তিনি নাগরিকদের অনুরোধ করেন, দলমত নির্বিশেষে সবাই যেন নিজের পাড়ার কাজ নিজেরাই নজরদারি করেন, যাতে ভবিষ্যতে কাজের মান নিয়ে কোনও অভিযোগ না ওঠে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
4/5
তিনি আরও জানান, সিউড়ি শহরের বিভিন্ন স্কুল, কলেজ, আশ্রম এবং একটি চার্চে উন্নত মানের শৌচাগার নির্মাণের জন্য ডিপিআর অনুমোদন পেয়েছে এবং টেন্ডার প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। পাশাপাশি শহরে সাংসদের তহবিল থেকে বসানো ৮৮টি সিসিটিভি ক্যামেরা বর্তমানে চালু রয়েছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী আরও সিসিটিভি বসানোর পরিকল্পনাও রয়েছে।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
advertisement
5/5
বিরোধীদের দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে চেয়ারম্যান বলেন, বিরোধীরা অভিযোগ করবেই, তবে উন্নয়নের বাস্তব চিত্র মানুষ নিজের চোখেই দেখছে। তিনি শহরের আবর্জনা ব্যবস্থাপনা নিয়েও নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানান। ডাস্টবিন ব্যবহার না করার প্রবণতা রুখতে জরিমানার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।ছবি ও তথ্য: সুদীপ্ত গড়াই
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
৮ কোটি ২০ লক্ষ টাকার বরাদ্দ! এক মাসে বদলে যাবে সিউড়ি, ৩৮২টি উন্নয়নের কাজ হবে একসঙ্গে!
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল