আরও পড়ুন: 'মনে হচ্ছে আমার বুকের উপর কেউ দাঁড়িয়ে'! বাবা কেকে-র জন্য আবেগঘন ছেলে নকুল
বোলপুরের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বোলপুর শহরকে যানজট মুক্ত রাখার জন্য যদি প্রশাসনের তরফ থেকে বিকল্প পথ হিসেবে কোন ফ্লাইওভার অথবা অন্যকিছু ব্যবস্থা গ্রহণ করে তাহলে যানজট সমস্যা থেকে অনেকটাই মুক্ত হবে শহর। স্থানীয় বাসিন্দাদের এই দাবি-দাওয়া অনুযায়ী রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা জানিয়েছেন, 'আমরা এই সমস্যার সমাধান করার জন্য সবসময় তৎপর। ফুটপাত ব্যবসায়ীদের আমরা বিকল্প জায়গা দিয়ে তাদের ব্যবসার ক্ষতি না করেই শহরকে যানজট মুক্ত করতে চেয়েছিলাম। কিন্তু অনেকেই চান না এইভাবে সমস্যার সমাধান হোক।'
advertisement
আরও পড়ুন: অপরূপ সৌন্দর্যে মোড়া বাংলার তুড়তুড়ি খণ্ডের বিষয়ে জানেন? কী মারাত্মক বিপদে এই অঞ্চল!
কিছু জায়গা আছে বিশ্বভারতীর এবং কিছু জায়গা আছে রাজ্য সরকারের। তবে তার আশ্বাস, বসন্ত উৎসবের সময় যানজট দেখে আমরা দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি, আগামী বছর বসন্ত উৎসব আসার আগেই আমরা এই সমস্যার সমাধান করে ফেলব। স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী, শান্তিনিকেতন এবং শ্রীনিকেতন এই দুটি রাস্তা মূলত অধিকাংশ সময় যানজটে নাজেহাল হয়ে পড়ে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে অন্যান্যদের যাতায়াতের জন্য ঘুরপথে যেতে হয়। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা খুব প্রয়োজন। প্রশাসনিকভাবে সম্প্রতি বিভিন্ন ক্ষেত্রে তৎপরতা দেখা গেলেও আরও তৎপরতা প্রয়োজন।
মাধব দাস