TRENDING:

Birbhum News: বীরভূমে উধাও একের পর এক টোটো, জালে ৩ গুণধর ধরা পড়তেই ফাঁস রহস্য!

Last Updated:

শুধু টোটো নয় তার সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাওয়া একের পর এক টোটোর ব্যাটারিরও খোঁজ পেয়েছে পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: মোটরবাইক চুরি অথবা অন্য যানবাহন চুরির ঘটনা জেলায় কম নয়। তবে টোটো উধাও হয়ে যাওয়ার ঘটনা সচরাচর খুব কম দেখা যায়। মাস কয়েক ধরে সেই রকমই ঘটনা ঘটে চলেছিল বীরভূমের বিভিন্ন থানা এলাকায়। এই সকল ঘটনার তদন্তে নেমে পুলিশ রহস্যের উদঘাটন করল।
advertisement

শুধু টোটো নয় তার সঙ্গে সঙ্গে উধাও হয়ে যাওয়া একের পর এক টোটোর ব্যাটারিরও খোঁজ পেয়েছে পুলিশ। পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, শান্তিনিকেতন থানার পুলিশ গত ১৭ ডিসেম্বর খবর পায় তিনজন টোটো চোর সোনাঝুরি জঙ্গলের কাছে ঘুরে বেড়াচ্ছেন। এরপরই শান্তিনিকেতন থানার পুলিশের তরফ থেকে একটি টিম তৈরি করা হয় এবং সেই টিম সেখানে হানা দিয়ে তিনজনকে গ্রেফতার করে।

advertisement

আরও পড়ুন: বিডিওর নির্দেশে হল সভা, আবাস যোজনা নিয়ে বর্ধমানে বিরাট ঘটনা

গ্রেফতার হওয়া তিনজন হলেন শেখ ইসরাফিল, সেখ আশরাফ এবং রাজকুমার ডোম। ধৃত তিনজনের বাড়ি পাঁড়ুই থানার অন্তর্গত এলাকায়। এই অভিযানে তিনজনকে গ্রেফতার করার পাশাপাশি দুটি টোটো এবং আটটি টোটোর ব্যাটারি উদ্ধার করা হয়। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এরপর ওই তিনজনের বিরুদ্ধে একটি মামলা চালু করা হয় এবং তাদের আদালতে তোলা হলে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

advertisement

View More

আরও পড়ুন: খেতের ধারে পড়ে শীতের পোশাক, সামনে যেতেই চমকে উঠলেন বাসিন্দারা! রায়গঞ্জে রক্তাক্ত রহস্য

পুলিশি হেফাজতে থাকাকালীন তাদের জিজ্ঞাসাবাদ করে আরও দুটি টোটো এবং ১৮টি চুরি যাওয়া এই রকম টোটোর ব্যাটারি উদ্ধার করতে সক্ষম হয় শান্তিনিকেতন থানার পুলিশ। শান্তিনিকেতন থানার পুলিশের এই বিশেষ অভিযানে চুরি যাওয়া মোট চারটি টোটো এবং ২৬টি ব্যাটারি উদ্ধার করা সম্ভব হয়। এই অভিযানের বোলপুর মহকুমার এসডিপিও নিখিল আগারওয়াল জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদি আরো কোন চুরি যাওয়া টোটো তাদের কাছে থাকে অথবা তারা কোথাও বিক্রি করে থাকেন। চুরি যাওয়া এই সকল টোটো এবং ব্যাটারি পাঁড়ুই ও সিউড়ি থানার অন্তর্গত এলাকা থেকে চুরি হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

মাধব দাস

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: বীরভূমে উধাও একের পর এক টোটো, জালে ৩ গুণধর ধরা পড়তেই ফাঁস রহস্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল