TRENDING:

Birbhum News : মায়ের বিসর্জন হলেই শুরু হয় লাঠি কেনা বেচা! এ কেমন আজব উৎসব! জানুন

Last Updated:

Birbhum News : নানা রকম লাঠি নিয়ে চলে আসেন মানুষ। মায়ের বিসর্জনের দিনেই সকলে সেই লাঠি কিনতে ব্যস্ত হয়ে পড়েন। কেন কেনা হয় লাঠি? জানলে অবাক হবেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম : বর্গী হামলা থেকে বাঁচতে একসময় বাড়িতে বাড়িতে লাঠি রাখার রেওয়াজ তৈরি হয় বীরভূমের কৃষ্ণনগর গ্রাম এবং তার পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে। শতাব্দী প্রাচীন সেই রীতি আজও রয়ে গেছে সেই সকল গ্রামে। এরই পরিপ্রেক্ষিতে দুবরাজপুর ব্লকের কৃষ্ণনগর গ্রামে বিজয়া দশমীর পর দিন অর্থাৎ একাদশীতে বসে ঐতিহ্যবাহী লাঠি মেলা। মেলা মূলত দুর্গা প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে গড়ে উঠেছে, তবে লাঠি কেনাবেচাতেই ঐতিহ্য এই মেলার। যেখানে লাঠি নিয়ে আসেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা। এই লাঠি কেনেন প্রত্যেকেই।
advertisement

এই মেলার ব্যবস্থাপনা সম্পর্কে এলাকার পঞ্চায়েত প্রধান শেখ রফিক দূরদূরান্ত থেকে মানুষদের আসার কথা জানিয়েছেন। তার কথায়, শুধু কৃষ্ণনগর অথবা পার্শ্ববর্তী গ্রাম নয়, পাশাপাশি বর্ধমান থেকেও বহু মানুষ এসে থাকেন এবং তাদের আসার সবচেয়ে বড় কারণ হল লাঠি কেনা।

দুবরাজপুর ব্লকের এই কৃষ্ণনগর গ্রামের একদিনের এই মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসাহ থাকে চরমে। প্রথমে প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য হাজির হয় কৃষ্ণনগর গ্রামে আর লাঠি বিক্রেতারা ছােট, বড়, মােটা বিভিন্ন রকমের লাঠি নিয়ে হাজির হন এই মেলায়। লােহাগ্রাম, যশপুর, পছিয়াড়া, কান্তোড়, সালুঞ্চি সহ এলাকার ১০-১২টি দুর্গা প্রতিমা বিসর্জনের জন্য জমায়েত হয় কৃষ্ণনগর মেলা প্রাঙ্গণে। এই মেলায় মানুষের ভিড় উপচে পড়ে। শতাব্দী প্রাচীন লাঠি বা সম্প্রীতির মেলা প্রসঙ্গে বিশদে জানান এলাকার প্রবীণ নাগরিক কিরিটিভূষণ রক্ষিত।

advertisement

আরও পড়ুন:  শিকল বেঁধে হয় শ্মশান কালী মায়ের বিসর্জন! একাদশীতে অন্য সুর বাজে দুবরাজপুরে! দেখুন

View More

কিরিটিভূষণ রক্ষিত জানান,  "কৃষ্ণনগরের এই লাঠি মেলার উৎপত্তি বর্গী হাঙ্গামার উপদ্রব থেকে বাঁচতেই। ছোট থেকেই আমি এই মেলা দেখে আসছি। এই মেলা শুধু লাঠি মেলা নয়, এই মেলা হল সম্প্রীতির মেলা।" বলে রাখা ভালো, এটিও একটি কার্নিভাল যা শতাব্দীপ্রাচীন ধরে চলে আসছে। আর এই কার্নিভালকে ঘিরে শতাব্দি প্রাচীনকাল ধরেই হাজার হাজার মানুষের সমাগম হয়ে থাকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

Madhab Das

বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : মায়ের বিসর্জন হলেই শুরু হয় লাঠি কেনা বেচা! এ কেমন আজব উৎসব! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল