একুশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলেরই এক কর্মী শিব ঠাকুর মন্ডলকে টুটি চেপে মারতে যাওয়ার অভিযোগে দুবরাজপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার করার পর মঙ্গলবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হয়। সেখানে অনুব্রত মণ্ডলের সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। আদালতের এই নির্দেশে অনুব্রত মণ্ডল জেল হেফাজত থেকে এলেন পুলিশি হেফাজতে, তাও আবার নিজের জেলায়।
advertisement
আরও পড়ুন - অনেকদিন পর তৃপ্তির ঘুম ঘুমালেন অনুব্রত, খাবার খেলেন তৃপ্তিতে, রইল মেনু
তবে অনুব্রত মণ্ডল জেল হেফাজত থেকে পুলিশি হেফাজতে আসার পরই জ্বরে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার আদালতের নির্দেশের পর তাঁর মেডিকেল চেকআপের জন্য যখন তাঁকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখনই জানা যায় তিনি জ্বরে আক্রান্ত। তার যে জ্বর এসেছে তা তিনি নিজের মুখেই জানিয়েছেন। যখন অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসা করা হয় দাদা আপনার শরীর কেমন রয়েছে? সেই সময় তিনি জানান, 'জ্বর এসেছে।’ অন্যদিকে অনুব্রত মণ্ডলের শারীরিক পরিস্থিতি নিয়ে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের এক নার্স জানান, প্রেসার আছে ৮০/৯০। তিনি ওষুধ খেয়েছেন। প্রেসারের সমস্যা আছে। এছাড়াও শরীরে টেম্পারেচার থাকলেও তিনি ঠিক আছেন বলেই জানিয়েছেন।
আরও পড়ুন - Weather Update: হুড়মুড়িয়ে নামছে তাপমাত্রা, শৈত্যপ্রবাহের সতর্কতার মধ্যেই আবহাওয়ার ভোলবদলের আপডেট
জেল হেফাজত থেকে পুলিশি হেফাজতে যাওয়ার পর যখন দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে অনুব্রত মণ্ডলকে মেডিকেল চেকআপের জন্য আনা হয় সেই সময় তাকে কষ্ট করে হাসপাতালের ওয়ার্ডেও প্রবেশ করতে হয়নি। তিনি পুলিশের যে গাড়িতে এসেছিলেন সেই গাড়ির কাছেই চিকিৎসক এবং নার্সরা আসেন ও তার মেডিকেল চেকআপ করেন।
Madhab Das





