অনুব্রত মণ্ডলের সেরা যে সকল ডায়লগ রয়েছে সেই সকল ডায়লগের সঙ্গে জড়িয়ে রয়েছে পাঁচন, গুড় বাতাসা নকুল দানা, ঠেঙিয়ে পগাড় পার করে দেবো, উন্নয়ন দাঁড়িয়ে আছে রাস্তায়, ঢাকের চড়াম চড়াম আওয়াজ ইত্যাদি। তবে এসবের মাঝে তাঁর যে ডায়লগটি সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিল সেটি হল 'সুটিয়ে লাল করে দেব।' গত দুবছর জেএনইউ বিশ্ববিদ্যালয় দুই ছাত্র সংগঠনের ঝামেলার পর অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গিয়েছিল, 'করুক তো ক্যালকাটার কোন ইউনিভার্সিটিতে। করুক তো বিশ্বভারতীতে। কত হিম্মত একবার দেখি। সুটিয়ে লাল করে দেব, নোংরামি বার করে দেব।'
advertisement
আরও পড়ুন: অনুব্রত মণ্ডলের বাড়ির ছাদে বিশাল প্যান্ডেল! কী চলছে সেখানে? বাড়ছে রহস্য
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক মঞ্চে বিরোধী নেতাকর্মীদের উদ্দেশ্য করে তাঁকে ডায়লগ দিতে শোনা গিয়েছে, 'ঠেঙিয়ে পগাড় পার করে দেওয়ার' মতো নিদান দিতে। পাশাপাশি পঞ্চায়েত ভোটের সময় তাঁকে বলতে দেখা গিয়েছিল 'রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে'। এ নিয়ে অবশ্য কম বিতর্ক হয়নি। এমনকি এই বিষয়টি নিয়ে খোদ কবি শঙ্খ ঘোষ কলম ধরেছিলেন। কবি শঙ্খ ঘোষ লিখেছিলেন, 'এই বীরভূমী/উত্তাল ঢেউ পেরিয়ে এসে/পেয়েছি শেষে তীর্থভূমি/দেখ খুলে তোর তিন নয়ন/রাজ্য জুড়ে খড়গ হাতে/দাঁড়িয়ে আছে উন্নয়ন।'
এর আবার পাল্টা অনুব্রত মণ্ডলকে বলতে শোনা গিয়েছিল, 'বড় বড় কথা বলছেন কবি? এ কোন কবি? আমরা তো কবি বলতে জানতাম রবীন্দ্রনাথ-নজরুলকে। এ কোন নতুন কবি উঠে এসেছেন, যে আমার উন্নয়ন নিয়ে কথা'। পাশাপাশি তিনি কবি শঙ্খ ঘোষকে কটাক্ষ করে বলেছিলেন, 'কবির নাম শঙ্খ রাখা ঠিক হয়নি। শঙ্খ নামের অপমান করছেন উনি। এখনো বলছি রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে। শঙ্খ একটা পবিত্র জিনিস। সব পবিত্র কাজে লাগে শঙ্খ। তাই শঙ্খ ভুল করলে দেবতাদের অসম্মান হয়। সে কারণে বলছি ওর নাম শঙ্খ রাখা ঠিক হয়নি'।
Madhab Das






