এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল অর্থাৎ রবিবার ছিল কুরুম গ্রামের হাসপাতাল ময়দানে ছিল যাত্রা পালা৷ সন্ধে ৭টা থেকে শুরু হয়ে প্রায় রাত ১২ টা পর্যন্ত চলে যাত্রা। গ্রামবাংলায় গ্রামের যাত্রা পালা দেখার জন্য আলাদা আকর্ষণ থাকে মানুষের মধ্যে ,সেই মত কুরুম গ্রামের বেশিরভাগ মানুষ যাত্রা পালা দেখতে যান কুরুমগ্রামের হাসপাতাল ময়দানে।
advertisement
আরও পড়ুন: গ্রামবাসীদের আর্থিক উন্নতির দিশা দেখাতে গ্রাম পঞ্চায়েতে ড্রাগন ফ্রুট চাষ
যাত্রা পালা যেখানে চলছিল তার ঢিলছোড়া দূরত্বে দাসপাড়া সেখানেই পরপর চারটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে৷ জানা যায়, বিষ্ণুদাস ,মেনকা দাস নিমাই দাস ,শ্যামল দাস এরা প্রত্যেকেই সপরিবারে যাত্রাপালা দেখতে যান।যাত্রা পালা শেষ হয় প্রায় রাত ১২ টা নাগাদ৷ বাড়ি ফিরতেই সকলে দেখতে পান, মেন গেটের তালা ভাঙা।ঘরে ঢুকতেই দেখা যায়, আলমারী ভাঙা অবস্থায় পড়ে আছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে সোনার গয়না ও নগদ অর্থ চুরি করেছে দুস্কৃতীরা। বেশিরভাগ বাড়িতেই আলমারিতে থাকা সোনার গহনা চুরি করে দুষ্কৃতীরা ।
আরও পড়ুন: শহরে বাড়ি হয়েও হোটেলে ছিলেন, রুম থেকে উদ্ধার মৃতদেহ, জোর চাঞ্চল্য
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ প্রশাসন। পুলিশ সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাও খতিয়ে দেখা হচ্ছে।তবে পরপর এই চারটি বাড়িতে চুরি নিয়ে হতবাক গ্রামবাসীরা কারণ যাত্রাপালা যেখানে চলছিল তার ঢিল ছোড়া দূরত্বেই দাসপাড়া। কিভাবে একসঙ্গে এতগুলি বাড়িতে চুরি হল সেই নিয়েই প্রশ্ন তুলছেন গ্রামবাসীরা৷ তাহলে কি কোন বড় ধরনের গাং এ কাজটি করেছে?, সেই নিয়েই উঠছে প্রশ্ন।





