বৃহস্পতিবার দুপুরে গানটি রিলিজ হয় 'টাইমস বাংলা মিউজিক' ইউটিউব চ্যানেলে। গানটি রিলিজ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে। কারণ এই গানে রয়েছেন অন্যতম জনপ্রিয় 'রাঁধুনি' ইউটিউবার রিম্পি। রিম্পি ইউটিউবে খোলামেলা পোশাক পরে রান্না করে ভাইরাল হয়েছিলেন। এ বার তাঁকেই ভুবন বাদ্যকরের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল 'চু কিত কিত' গানে।
advertisement
আরও পড়ুন: ঘরে ঘরে জ্বরের প্রকোপ, এই ৬ ধরনের জ্বর থেকে সাবধান করছেন চিকিৎসকরা, কীভাবে বুঝবেন?
ভুবন বাদ্যকর সম্পর্কে নতুন করে কিছু বলার নেই। এখন বিশ্বের বিভিন্ন দেশের মানুষও তাঁকে চেনেন। ভুবন বাদ্যকর যখন গ্রামে গ্রামে কাঁচা বাদাম বিক্রি করতেন সেই সময় তিনি যে গান গাইতেন, তা গেয়েই সোশ্যাল মিডিয়ায় দৌলতে রাতারাতি সেলিব্রেটি হয়ে ওঠেন। তারপর থেকে ভুবন বাদ্যকর বিভিন্ন স্টুডিও এবং অনুষ্ঠানের গান গাওয়ার জন্য ডাক পাচ্ছিলেন। এ বারে রিলিজ হল তাঁর নতুন গান...
'চু কিত কিত' নামে যে নতুন গানটি রিলিজ হয়েছে সেই গানটির কথাতেও রয়েছে সেই কাঁচা বাদামের কথা। এই গানে কাঁচা বাদামের জনপ্রিয়তা তুলে ধরা হয়েছে। এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন রিম্পি, ভুবন বাদ্যকর এবং অন্যান্যরা। গানের মিউজিক ডিরেক্টর সৌম্যজিৎ গঙ্গোপাধ্যায়।
Madhab Das