গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের জেলা সভাপতি তথা দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (কেষ্ট)। শাসক দল ক্ষমতায় আসার পর এই প্রথম অনুব্রতহীন জেলায় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। কেষ্টহীন বীরভূমে পঞ্চায়েত ভোটে ঘাসফুল ফুটিয়ে রাখা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
আরও পডুন: আচমকা পাল্টাবে আবহাওয়া! দু’ঘণ্টায় ঝেঁপে বৃষ্টি বাংলায়! ভ্যাপসা গরম সরিয়ে ভাসবে ৬ জেলা
advertisement
আরও পড়ুন: যাত্রী ভিড় কমাতে একাধিক স্পেশ্যাল ট্রেন চালু, কবে কোথা থেকে ছাড়বে? রইল তালিকা
তবে কেষ্টর অনুপস্থিতিতে কোর কমিটি গঠন করেন মমতা। বীরভূমে সংগঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জেলায় একটি জনসভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু দুর্ঘটনার কারণে সেই কর্মসূচি বাতিল হয়। পরিবর্তে সোমবার দুবরাজপুরের সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা তাঁর। সেই সময় দুবরাজপুরে উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দলের সুপ্রিমো কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে দলের নেতা কর্মীরা।
Subhadip Pal