বালিজুরি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিব ঠাকুর মণ্ডলের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার দুবরাজপুর থানার পুলিশ অনুব্রত মণ্ডলকে আসানসোল বিশেষ সংশোধনাগার থেকে নিয়ে আসে। সেখান থেকে এনে আদালতে তোলা হলে তাঁর সাত দিনের পুলিশি হেফাজত হয় এবং বর্তমানে কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তিনি রয়েছেন দুবরাজপুর থানায়। পুলিশি হেফাজতে থাকাকালীন নিয়মমাফিক তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
advertisement
আরও পড়ুন: শীতকালে ওজন বাড়ে, গড়ে কত কিলো বাড়বে জানেন? কারণ জেনে সাবধানতা নিন
তাঁর শারীরিক পরীক্ষার জন্য বুধবার ফের তাঁকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে আনা হয়। সেখানেও যাতে নিরাপত্তা বেষ্টনী টপকে মাছি গলতে না পারে তার জন্য পুলিশি নিরাপত্তায় হাসপাতাল চত্বর মুড়ে ফেলা হয়। বুধবার চিকিৎসকরা তাকিয়ে দেখার পরই জানান, ব্লাড প্রেসার এবং সুগার হাই রয়েছে। অনুব্রত মণ্ডলের মেডিকেল চেক আপ করা চিকিৎসক ডাক্তার প্রীতম দাস জানিয়েছেন, উনার ব্লাড প্রেসার, সুগার ইত্যাদি চেক করে দেখা হয়। শরীরে সামান্য জ্বর রয়েছে।
আরও পড়ুন: 'পাশে আছি', ইউক্রেনকে ১৮৫ কোটি মার্কিন ডলারের সাহায্য পাঠাল বাইডেন প্রশাসন
তবে সেই জ্বর চিন্তার কারণ নয়। ব্লাড প্রেসার এবং সুগার হাই রয়েছে। সেই মতো ওষুধ খেতে বলা হয়েছে। খাবারের ক্ষেত্রে কোনও রকম নিয়ম করে কিছু খাবার কথা বলা হয়নি। অনুব্রত মণ্ডল জেল হেফাজত থেকে পুলিশি হেফাজতে আসার পর রাতে রুটি, বেগুন পোড়া ও ডাল খেয়েছেন। রাতে ভাল ঘুমিয়েছেন। সকালে ঘুম থেকে উঠে চা ও বিস্কুট, টিফিনে পুরি ও সবজি। দুপুরে ভাত, ডাল, সবজি ও মাছ খেয়েছেন।
মাধব দাস