TRENDING:

Bankura News: তাঁদের কথা ভেবেই তৈরি আন্ডারপাস, তবু ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা

Last Updated:

আদ্রা-বাঁকুড়া রেলপথের উপর ঘোষের গ্রামের কাছে আছে একটি রেলগেট। এই রেলগেট বন্ধ করে বিকল্প হিসেবে এলাকাবাসী ও যানবাহনের চলাচলের জন্য আন্ডারপাস তৈরি করে রেল। সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: এলাকাবাসীর কল্যাণেই রেলগেটের নিচে আন্ডারপাস তৈরি করেছে রেল। কিন্তু সেই কারণেই এবার ক্ষোভের মুখে পড়তে হল রেল কর্তৃপক্ষকে! এই অবাক কাণ্ডটি ছাতনার ঘোষের গ্রামের।
advertisement

আদ্রা-বাঁকুড়া রেলপথের উপর ঘোষের গ্রামের কাছে আছে একটি রেলগেট। এই রেলগেট বন্ধ করে বিকল্প হিসেবে এলাকাবাসী ও যানবাহনের চলাচলের জন্য আন্ডারপাস তৈরি করে রেল। সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আন্ডার পাসের কাজ শেষ হ‌ওয়ায় সেটি এবার খুলে দেওয়া হবে। তার আগে রেলগেট বন্ধ করতে আসেন রেলের আধিকারিকরা। কিন্তু তাঁদের বাধা দেয় এলাকার মানুষ।

advertisement

আরও পড়ুন: শনি পুজো বা সত্যনারায়ণের সিন্নি, যেকোনও পুজোতেই পড়াশোনা লাটে ওঠে এই স্কুলের

এই ঘটনা দেখে আপনি হয়ত ভাবছেন, সকলের ভালর জন্যই তো আন্ডারপাস তৈরি করা হয়েছে। তবে তাতে আপত্তির কী আছে? এই বিষয়ে গ্রামবাসীদের অভিযোগ, যে আন্ডারপাস তৈরি হয়েছে সেখানে জল নিকাশির ব্যবস্থা নেই। তাছাড়া আন্ডারপাসে আলোর ব্যবস্থাও পর্যাপ্ত নয়। তাছাড়াও আন্ডারপাসটি অনেকটাই নিচে হওয়ায় গ্রামবাসীদের পণ্য বহন করে উপরে নিয়ে যেতে অসুবিধে হচ্ছে। সবমিলিয়ে এলাকার মানুষ দাবি করে, আন্ডারপাসের কাজ অসম্পূর্ণ রেখেই রেলগেট বন্ধ করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

advertisement

View More

রেলের আধিকারিকদের ঘিরে ধরে এলাকার মানুষের বিক্ষোভ দেখানোর খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ছাতনার আইসি এবং বিডিও। বিকল্প রাস্তায় দ্রুত সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেওয়ায় জমায়েত ওঠে ।

সেরা ভিডিও

আরও দেখুন
বেসরকারি হাসপাতালকে জোর টেক্কা! মুর্শিদাবাদের সরকারি হাসপাতালেই তাক লাগানো চিকিৎসা পরিষেবা
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জি

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: তাঁদের কথা ভেবেই তৈরি আন্ডারপাস, তবু ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল