আরও পড়ুন: ছাপ্পা ঠেকাতে না পেরে বিজেপির নেতৃত্বে পথ অবরোধ RSP, SUC-এর
এদিন সকাল থেকেই শুনশান ছিল জামথোল সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ নম্বর বুথ। গত বিধানসভা নির্বাচনেও একই অবস্থা দেখা গিয়েছিল এখানে। গ্রামবাসীদের পরিষ্কার দাবি, যতক্ষণ না ভগ্নপ্রায় সেতু সংস্কার হচ্ছে ততক্ষণ তাঁরা কোনও নির্বাচনে ভোট দেবেন না। কারণ গর্ভবতী মহিলা অথবা বৃদ্ধ মানুষদের জরুরি প্রয়োজনে হাসপাতালে নিয়ে যেতে গিয়ে বিপদে পড়তে হচ্ছে গ্রামবাসীদের। সূর্য ডুবলেই ঘুরঘুটে অন্ধকারে ঢুবে যায় গোটা সেতু। এই বিপজ্জনক সেতু পার হতে গিয়ে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে বলে গ্রামবাসীদের অভিযোগ।
advertisement
এই বুথে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন নির্দল প্রার্থী অভিজিৎ মুর্মু। কিন্তু পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের প্রার্থী থাকলেও ভোট দিলেন না গ্রামের কেউ। সকাল সাতটা থেকেই প্রিসাইডিং অফিসার সহ পোলিং এজেন্টরা ব্যালট পেপার, ব্যালট বক্স সাজিয়ে বসে থাকলেও একজনও ভোটারের দেখা পাওয়া গেল না। এদিকে এই বুথে নিরাপত্তা ছিল যথেষ্ট। রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও ছিল। শুনশান বুথের সামনে দাঁড়িয়ে এক গ্রামবাসী বললেন, আগে সেতু হবে তারপর আবার ভোট।
নীলাঞ্জন ব্যানার্জী