TRENDING:

Bankura News: বাঁকুড়া থেকে বর্ধমানে চলে যাওয়া দাঁতালকে ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করা হল, ছাড়া হবে ঝাড়গ্রামের জঙ্গলে

Last Updated:

এক দলছুট দাঁতাল বাঁকুড়ার সোনামুখী থেকে দামোদর পেরিয়ে বর্ধমানে ঢুকে পড়ে। সেখানকর কসবার জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে হাতিটি। দলছুট হাতি সবসময়ই বিপজ্জনক। ফলে হাতিটিকে ফিরিয়ে নিয়ে আসার জন্য তৎপরতা শুরু হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন সকালে জলপাইগুড়িতে হাতির আক্রমণে মর্মান্তিক মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর। সেই ঘটনায় বাংলার জঙ্গল লাগুয়ার সংস্থা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এরই মধ্যে এক দলছুট দাঁতাল বাঁকুড়ার সোনামুখী থেকে দামোদর পেরিয়ে বর্ধমানে ঢুকে পড়ে। সেখানকর কসবার জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে হাতিটি। দলছুট হাতি সবসময়ই বিপজ্জনক। ফলে হাতিটিকে সোনামুখীর জঙ্গলে ফিরিয়ে নিয়ে আসার জন্য তৎপরতা শুরু হয়। শুক্রবার সফল হয় বন দফতরের সেই প্রচেষ্টা।
advertisement

অবাধ্য দাঁতালটিকে বাগে আনতে ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়। তাতেই ধীরে ধীরে বেহুঁশ হয়ে পড়ে সে। এরপর শুক্রবার দুপুরে তাকে ট্রাকে চাপিয়ে বাঁকুড়ার বেলিয়াতোড় রেঞ্জ অফিসে নিয়ে আসা হয়। বন দফতর সূত্রে খবর, এই হাতিটিকে ঝাড়গ্রামের গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। ইতিমধ্যেই তাকে ঝাড়গ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের তৈরি অভিনব যন্ত্রের প্রদর্শনী

advertisement

সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি এড়াতে এই দলছুট দাঁতালটিকে দ্রুত কব্জা করার জন্য বন দফতরের বাঁকুড়া উত্তর ও বর্ধমান বনবিভাগ যৌথভাবে কাজ করেছে। তবে এক সময় হাতিটি কথা শুনতে না চালায় ঝুঁকি না নিয়ে তাকে ট্রাঙ্কুলাইজ করা হয়।

View More

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জি

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: বাঁকুড়া থেকে বর্ধমানে চলে যাওয়া দাঁতালকে ঘুম পাড়ানি গুলি ছুড়ে কাবু করা হল, ছাড়া হবে ঝাড়গ্রামের জঙ্গলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল