কিন্তু কোনও এক অজ্ঞাত কারণেদীর্ঘদিন যাবত সেগুলি বন্ধ রাখা হয়েছে । এই পাথর শিল্পের উপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষ নিজেদের রুটি রোজগার করতেন। ফলে চরম বিপাকে পড়েছেন পাথর শিল্পের সঙ্গে যুক্ত থাকা কর্মহীন শ্রমিকরা। এই অবস্থায় বীরভূমের দেখানো পথেই শালতোড়ায় পাথর শিল্প চালুর দাবি করছেন শ্রমিকরা।
advertisement
আরও পড়ুনঃ ঢক্কানিনাদই সার! পুকুরগুলিতে এখন প্রতিমার কাঠামোর পাহাড়
শ্রমিকদের বিডিও অফিসের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করায় দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকেন শালতোড়ার বিডিও মানস গিরি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শালতোড়া থানার বিশাল পুলিশ বাহিনী।সুশান্ত কুমার মন্ডল বলেন দীর্ঘদিন যাবত ক্রাশার মেশিন এবং খাদান বন্ধ হয়ে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে এই বিষয়ে বারবার দারস্ত হয়েও সমস্যার কোন সমাধান মেলেনি।
আরও পড়ুনঃ যুবকের মৃত্যুর কিনারা করতে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি
কর্মহীন হওয়ার ফলে পরিবারের আর্থিক সমস্যায় ভাটা পড়েছে। তাই একপ্রকার বাধ্য হয়ে বুধবার শালতোড়ার বিডিও অফিসের সামনে বিক্ষোভ আন্দোলনে শামিল হতে বাধ্য হয়েছেন। অবিলম্বে পাথর শিল্প খোলার দাবি জানাচ্ছেন তারা। তবে শালতোড়ার বিডিও মানসগিরি এই বিষয়ে বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি জানিয়েছি এবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেন তা সেই নিয়ম অনুযায়ী আমরা চলবো।
Joyjiban Goswami





