TRENDING:

Bankura News: কর্মহীন পাথর খাদান শ্রমিকদের বিক্ষোভ শালতোড়ায়

Last Updated:

দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে বাঁকুড়া জেলার শালতোড়ার পাথর শিল্প। যার ফলে কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। তাই অবিলম্বে পাথর শিল্প চালু করার দাবিতে বুধবার শালতোড়া বিডিও অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন ওই এলাকার কর্মহীন শ্রমিকরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া : দীর্ঘ প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে বাঁকুড়া জেলার শালতোড়ার পাথর শিল্প। যার ফলে কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। তাই অবিলম্বে পাথর শিল্প চালু করার দাবিতে বুধবার শালতোড়া বিডিও অফিসের গেট বন্ধ করে বিক্ষোভ দেখালেন ওই এলাকার কর্মহীন শ্রমিকরা। জানা যায় শালতোড়া এলাকায় ক্ষুদ্র শিল্পের আঁতুরঘর পাথর শিল্প। একসময় বিভিন্ন ব্যবসায়িক ক্ষেত্রে শালতোড়ার পাথর পাড়ি দিত পশ্চিমবাংলার বিভিন্ন কোনায়। এই এলাকায় প্রায় ৩০০ টির মত পাথর ক্রাশার মেশিন রয়েছে।
advertisement

কিন্তু কোনও এক অজ্ঞাত কারণেদীর্ঘদিন যাবত সেগুলি বন্ধ রাখা হয়েছে এই পাথর শিল্পের উপর নির্ভর করে লক্ষ লক্ষ মানুষ নিজেদের রুটি রোজগার করতেন। ফলে চরম বিপাকে পড়েছেন পাথর শিল্পের সঙ্গে যুক্ত থাকা কর্মহীন শ্রমিকরা। এই অবস্থায় বীরভূমের দেখানো পথেই শালতোড়ায় পাথর শিল্প চালুর দাবি করছেন শ্রমিকরা।

advertisement

আরও পড়ুনঃ ঢক্কানিনাদই সার! পুকুরগুলিতে এখন প্রতিমার কাঠামোর পাহাড়

শ্রমিকদের বিডিও অফিসের গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করায় দীর্ঘক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকেন শালতোড়ার বিডিও মানস গিরি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শালতোড়া থানার বিশাল পুলিশ বাহিনী।সুশান্ত কুমার মন্ডল বলেন দীর্ঘদিন যাবত ক্রাশার মেশিন এবং খাদান বন্ধ হয়ে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে এই বিষয়ে বারবার দারস্ত হয়েও সমস্যার কোন সমাধান মেলেনি।

advertisement

View More

আরও পড়ুনঃ যুবকের মৃত্যুর কিনারা করতে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি

কর্মহীন হওয়ার ফলে পরিবারের আর্থিক সমস্যায় ভাটা পড়েছে। তাই একপ্রকার বাধ্য হয়ে বুধবার শালতোড়ার বিডিও অফিসের সামনে বিক্ষোভ আন্দোলনে শামিল হতে বাধ্য হয়েছেন। অবিলম্বে পাথর শিল্প খোলার দাবি জানাচ্ছেন তারা। তবে শালতোড়ার বিডিও মানসগিরি এই বিষয়ে বলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়টি জানিয়েছি এবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেন তা সেই নিয়ম অনুযায়ী আমরা চলবো।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Joyjiban Goswami

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: কর্মহীন পাথর খাদান শ্রমিকদের বিক্ষোভ শালতোড়ায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল