TRENDING:

Bankura News: পুজোর আগে বিষাদের সুর, মহালয়ার আগে কাঁদল বাঁকুড়া

Last Updated:

দুর্গাপুজোর আগে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল দুই ব্যক্তির। এরপরই ক্ষিপ্ত জনতা পথ অবরোধ করে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: মহালয়ার আগে শোকের ছায়া বাঁকুড়ায়। সকলেই চায় পুজো ভাল কাটুক। পরিবার-পরিজন নিয়ে সকলেই এই সময়টায় আনন্দে থাকতে চায়। কিন্তু ঘটে গেল উল্টোটা। মহালয়ার একদিন আগে মর্মান্তিক দুর্ঘটনায় শেষ হয়ে গেল দুটি প্রাণ।
advertisement

আরও পড়ুন: স্বর্গ থেকে পাঁশকুড়ায় নেমে এসেছে ইন্দ্রপুরী! মণ্ডপের সাউন্ড এফেক্ট চমকে দেবে

বৃহস্পতিবার বিকালের ঘটনা। বাঁকুড়া থেকে খাতড়াগামী রাস্তায় ইন্দপুর থানার অন্তর্গত বনকাটি গ্রাম সংলগ্ন এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই ব্যক্তি । বাঁকুড়াগামী একটি চার চাকায় চারজন আসছিলেন। উল্টো দিক থেকে আসা একটি বেসরকারি বাসের সঙ্গে ওই গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। ছোট চারচাকা গাড়ির ভেতরে থাকা চার জনই গুরুতর আহত হন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। মৃতরা হলেন, ইন্দপুর থানার পতিরডাঙা গ্রামের অংশুমান পতি ও রাজগ্রামের কাছে শ্যামডাঙা গ্রামের দুঃখভঞ্জন শীট।

advertisement

এই দুর্ঘটনার পরই ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভে ফেটে পড়েন তাঁরা। রাস্তায় বাম্পার তৈরির দাবি জানান। বাম্পার তৈরি করলে তবেই দুর্ঘটনা ঠেকানো যাবে এমনও মন্তব্য করেন। বেশ কিছুক্ষণ পথ অবরোধ করে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন খাতড়ার এসডিপিও কাশিনাথ মিস্ত্রি ও ইন্দপুর থানার পুলিশ। স্থানীয় মানুষের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে বাকি দুই আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বানাবার ঝক্কি শেষ, নাড়ু এবার মিলছে বাজারেই! ১০ পিস নারকেল নাড়ুর দাম কত জানেন?
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: পুজোর আগে বিষাদের সুর, মহালয়ার আগে কাঁদল বাঁকুড়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল