Durga Puja 2023: স্বর্গ থেকে পাঁশকুড়ায় নেমে এসেছে ইন্দ্রপুরী! মণ্ডপের সাউন্ড এফেক্ট চমকে দেবে
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SAIKAT SHEE
Last Updated:
ইন্দ্রপুরী থিমে সেজে উঠছে পাঁশকুড়ার দুর্গাপুজো। মণ্ডপের অভ্যন্তরের সাউন্ড এফেক্ট দর্শনার্থীদের চমকে দেবে
পূর্ব মেদিনীপুর: পুজোর সময় ইন্দ্রপুরী যেতে চান? কী ভাবছেন, দুর্গাপুজো দেখার জন্য স্বর্গলোকে ইন্দ্রপুরীতে যেতে বলছি? বালাই ষাট। এ একেবারে মর্ত্যের মাটিতে এগিয়ে ওঠা ইন্দ্রপুরী। আসলে দুর্গাপুজো উপলক্ষে স্বর্গের ইন্দ্রপুরী এবার নেমে এসেছে পাঁশকুড়ায়।
এই বছর পূর্ব মেদিনীপুর জেলার চারিদিকে বহু বড় বাজেটের পুজো হচ্ছে। দুর্গাপুজোয় মানুষের মধ্যে উন্মাদনা সৃষ্টি করতে উদ্যোগী পুজো উদ্যোক্তারা। ফলে মণ্ডপ সেজে উঠছে নানান থিমে। সেই পথে হেঁটেই পাঁশকুড়া শহরের প্রতাপপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর থিম ভাবনায় ইন্দ্রপুরী।
advertisement
advertisement
পাঁশকুড়া প্রতাপপুর সার্বজনীনের দুর্গাপুজো এবার ৫৮ বছরের পড়ল। বেশ কয়েক বছর ধরে এই দুর্গাপুজো জেলায় বড় বাজেটের পুজো হিসেবে সুনাম অর্জন করেছে। গত কয়েক বছরে একের পর এক থিম দিয়ে চমকে দিয়ে বেশ কিছু পুরস্কার পেয়েছে তারা। সেই ধারা এবারেও বজায় রাখতে উদ্যোগী উদ্যোক্তারা। তাঁদের এ বছরের পুজোর থিম ইন্দ্রপুরী। দক্ষিণ ভারতের একটি মন্দিরকে থিমের মাধ্যমে কাল্পনিক চিন্তা ভাবনায় ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের কারুকার্যে স্থান পেয়েছে স্পঞ্জ, পাট, শোলা এবং থার্মকলের কাজ। এছাড়াও থাকছে বাহারি আলোক সজ্জা। পাশাপাশি সাউন্ড এফেক্ট দিয়ে মণ্ডপের ভিতরে স্বর্গলোকের আবহ তৈরি করা হয়েছে।
advertisement
পাঁশকুড়া প্রতাপপুর সর্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের পুজোর বাজেট ১৬ লক্ষ টাকা। উদ্যোক্তাদের আশা তাঁদের এই থিম এবং তার জন্য আয়োজন দর্শনার্থীদের পছন্দ হবে।
সৈকত শী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 13, 2023 2:40 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Durga Puja 2023: স্বর্গ থেকে পাঁশকুড়ায় নেমে এসেছে ইন্দ্রপুরী! মণ্ডপের সাউন্ড এফেক্ট চমকে দেবে