TRENDING:

Bankura News: দুই নতুন অতিথির আগমন বাঁকুড়ায়, তাদের ঘিরে রেখেছে কড়া নিরাপত্তা বলয়!

Last Updated:

বাঁকুড়ায় দুই নতুন অতিথির আগমন। কিন্তু ২৪ ঘণ্টা তাদের ঘিরে রেখেছে কড়া নিরাপত্তা বলয়! এখন প্রশ্ন হল এই অতিথি কারা?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: জেলায় আগমন হয়েছে দুই নতুন অতিথির। যদিও সেই অতিথিদের দর্শন পাওয়া বেশ কঠিন। কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে অতিথিদের। এখন প্রশ্ন হচ্ছে, এই অতিথি কারা? তারা কত বড় কেউকেটা যে বাইরের লোক দেখতে পাবে না? কেই বা দিচ্ছে নিরাপত্তা?
বাঁকুড়া জঙ্গলে জন্ম নিল দুটি হস্তিশাবক। দর্শনই মিলছে না তাদের
বাঁকুড়া জঙ্গলে জন্ম নিল দুটি হস্তিশাবক। দর্শনই মিলছে না তাদের
advertisement

।দাঁড়ান, ধীরে ধীরে সব কৌতূহল নিরসন করব আমরা। দুটি হস্তী শাবকের জন্ম হয়েছে বাঁকুড়ার জঙ্গলে। দিন পনের আগেই ঘটেছে ঘটনাটি। সদ্য তাদের কথা সর্বসমক্ষে এনেছে বন দফতর। পশ্চিম মেদিনীপুরের দিক থেকে বড়জোড়ার জঙ্গলে আসা হাতির দল থেকে নতুন দুই সদস্যদের জন্মের খবর এসে পৌঁছেছে বন দফতরের কাছেও। যদিও এই মুহূর্তে ঐ দুই হস্তী শাবকের কাছে কেউ যেতে পারছে না। তাদের সর্বক্ষণ ঘিরে পাহারা দিচ্ছে হাতির দলটি।

advertisement

আরও পড়ুন: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে ভোর থেকে ভক্তদের লাইন

হাতির সমস্যায় জেরবার হয়ে যাচ্ছে বাঁকুড়ার উত্তরাংশের গ্রামগুলি। সম্পত্তি নষ্ট থেকে শুরু করে প্রাণহানি পর্যন্ত ঘটছে। নিরাপত্তা এবং পরিস্থিতির সামাল দিতে দিতে নাজেহাল বন দফতর। এর‌ই মধ্যে জন্ম হল দুটি নতুন হাতির। তবে দলে নতুন সদস্যের আগমনে হাতিদের চরিত্রের কোন‌ও পরিবর্তন ঘটবে কিনা সেটাই এখন চিন্তায় রেখেছে বন দফতরের কর্তাদের। এই বিষয়ে বড়জোড়া রেঞ্জের বনাধিকারিক ঋত্ত্বিক দে বলেন, দিন পনের আগেই ঐ দুই হস্তিশাবকের জন্ম হয়েছে। তারা সুস্থ আছে। ওই বনকর্তা জানান, এই মুহুর্তে জেলার উত্তর বনবিভাগে মোট ৭২ টি হাতি আছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
অতিবৃষ্টিতে জলের তলায় বিঘার পর বিঘা কৃষিজমি! ক্ষতিপূরণ নিয়ে বড় আপডেট দিলেন বিডিও
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জি

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: দুই নতুন অতিথির আগমন বাঁকুড়ায়, তাদের ঘিরে রেখেছে কড়া নিরাপত্তা বলয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল