।দাঁড়ান, ধীরে ধীরে সব কৌতূহল নিরসন করব আমরা। দুটি হস্তী শাবকের জন্ম হয়েছে বাঁকুড়ার জঙ্গলে। দিন পনের আগেই ঘটেছে ঘটনাটি। সদ্য তাদের কথা সর্বসমক্ষে এনেছে বন দফতর। পশ্চিম মেদিনীপুরের দিক থেকে বড়জোড়ার জঙ্গলে আসা হাতির দল থেকে নতুন দুই সদস্যদের জন্মের খবর এসে পৌঁছেছে বন দফতরের কাছেও। যদিও এই মুহূর্তে ঐ দুই হস্তী শাবকের কাছে কেউ যেতে পারছে না। তাদের সর্বক্ষণ ঘিরে পাহারা দিচ্ছে হাতির দলটি।
advertisement
আরও পড়ুন: এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গে জল ঢালতে ভোর থেকে ভক্তদের লাইন
হাতির সমস্যায় জেরবার হয়ে যাচ্ছে বাঁকুড়ার উত্তরাংশের গ্রামগুলি। সম্পত্তি নষ্ট থেকে শুরু করে প্রাণহানি পর্যন্ত ঘটছে। নিরাপত্তা এবং পরিস্থিতির সামাল দিতে দিতে নাজেহাল বন দফতর। এরই মধ্যে জন্ম হল দুটি নতুন হাতির। তবে দলে নতুন সদস্যের আগমনে হাতিদের চরিত্রের কোনও পরিবর্তন ঘটবে কিনা সেটাই এখন চিন্তায় রেখেছে বন দফতরের কর্তাদের। এই বিষয়ে বড়জোড়া রেঞ্জের বনাধিকারিক ঋত্ত্বিক দে বলেন, দিন পনের আগেই ঐ দুই হস্তিশাবকের জন্ম হয়েছে। তারা সুস্থ আছে। ওই বনকর্তা জানান, এই মুহুর্তে জেলার উত্তর বনবিভাগে মোট ৭২ টি হাতি আছে।
নীলাঞ্জন ব্যানার্জি