গত ৯ মার্চ সকলের অলক্ষে পূর্ব বর্ধমানের মেমারির বাড়ি থেকে বেরিয়ে যান মানসিক ভারসাম্যহীন সরলাদেবী। এর কয়েকদিন পর বাঁকুড়ার ইন্দাস থানার পূর্বপাড়াতে ওই মানসিক ভারসাম্যহীন মহিলাকে দেখতে পান দুই সিভিক ভলেন্টিয়ার সাবিরুল আর আগমনী। এর মাঝে অতিবাহিত হয়েছে ৯ টি দিন! সঠিকভাবে খেতে না পেয়ে ক্লান্ত হয়ে পড়েছিলেন ওই মহিলা। ওই দুই সিভিক ভলেন্টিয়ার সরলাদেবীকে উদ্ধার করেন। এরপর তাঁরাই উদ্যোগ নিয়ে ওই মানসিক ভারসাম্যহীন মহিলার বাড়ি খুঁজে তাঁকে পরিবারের হাতে তুলে দেন।
advertisement
আরও পড়ুন: বেআইনিভাবে চলছিল শতাব্দী প্রাচীন পুকুর ভরাট! বড় উদ্যোগ নিল কান্দি পুরসভা
দুই সিভিক ভলেন্টিয়ারের মানবিক বোধ ও দায়িত্বশীল ভূমিকার কারণে আবার পরিবারের কাছে ফিরে যেতে পেরেছেন সরলাদেবী। সাবিরুল ও আগমনীর এই মানবিক ভূমিকায় খুশি জেলার পুলিশ কর্তারাও।
নীলাঞ্জন ব্যানার্জি