খাতরা সাব ডিভিশনের তরফে এবং মুকুটমণিপুর উন্নয়ন দফতরের তত্ত্বাবধানে শুরু হয়েছে ইকো সাইকেল পরিষেবা। মাত্র ৫০ টাকা মূল্যে প্রতি ঘণ্টায় এই সাইকেল পাওয়া যাবে। অনলাইনে বুক করা যাবে ইকো সাইকেল। সবথেকে মজার বিষয় হল রয়েছে দুই সিটওয়ালা ডাবল প্যাডেল সাইকেলও অর্থাৎ দুই-জন মিলে চালাতে পারবেন একটি সাইকেল। মুকুটমণিপুরের মূল সৌন্দর্য তার কংসাবতী ড্যাম এবং সেই সংলগ্ন এলাকায় থাকলেও মুকুটমণিপুরে লুকিয়ে রয়েছে বহু লুকোনো হিডেন স্পট।
advertisement
আরও পড়ুন: সুইচ বোর্ডের সকেটের উপরে সবথেকে বড় একটা ছিদ্র কেন থাকে? জানলে চমকে যাবেন
আরও পড়ুন:
সেই লুকোনো জায়গাগুলোতে যাতে খুব সহজেই যাওয়া যায় তার জন্যই এই ইকো সাইকেলের ব্যবস্থা। মুকুটমণিপুর ড্যামের রাস্তায় যাওয়ার একটু আগেই চারটি ট্রেল একটি লিফলেটের মাধ্যমে স্পষ্ট বলে দেয়া হয়েছে। এই ইকো সাইকেলে চড়ে যাওয়া যায় চারটি রাস্তায়।বাইরে থেকে আগত পর্যটকেরা এই সাইকেলের পরিষেবা পেয়ে যথেষ্ট খুশি। এবং কেউ কেউ মনে করছেন প্রতিবার মুকুটমণিপুর এসে ইকো সাইকেল ব্যবহার করেই ঘুরে বেড়াবেন। ইকো সাইকেল শুধু নামেই ইকো নয় কাজেও পরিবেশবান্ধব। প্রাকৃতিক সৌন্দর্যে মোরা মুকুটমণিপুরের পরিবেশ স্বচ্ছ রাখতে ইকো সাইকেল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করবে এমনটাই মনে করছেন বহু মানুষ।
নীলাঞ্জন ব্যানার্জী