এলাকায় টোটো চালক বর্ষাত খান 'দাদা' নামে পরিচিত। বাজারের বাকি ব্যবসায়ীদের অভিযোগ, তার দাপটে সকলকে চুপ করে থাকতে হয়। কিন্তু সে দীর্ঘদিন ধরে বৃদ্ধ ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র মোদকের দোকান থেকে খাবার খাচ্ছিল। এদিন সেই ধারের টাকা চাইতেই তর্ক জুড়ে দেয় ওই টোটো চালক। অস্রাব্য ভাষায় বৃদ্ধকে গালিগালাজ করে। তার আচরণের প্রতিবাদ করতেই আচমকা ধাক্কা মেরে তেলেভাজার ফুটন্ত তেলের কড়ায় ফেলে দেয় দোকানের বৃদ্ধ মালিক কৃষ্ণচন্দ্র মোদককে!
advertisement
এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই বৃদ্ধ ব্যবসায়ী। তাঁর শরীরের ২৫ শতাংশ জায়গা পুড়ে গিয়েছে। গুরুতর আহত অবস্থায় তিনি বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন। ওই ব্যবসায়ীর ছেলে প্রসেনজিৎ মোদক ও স্ত্রী গায়িত্রী দেবী অভিযোগ করেন, টোটো চালক বরসাত খানের অত্যাচারে কেউ কিছু বলতে পারেনা কিন্তু তার স্বামী পাওনা টাকা চাইতেই সে এমন কাণ্ড ঘটিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: বাড়ি ফেরার পথে লটারি বিক্রেতার অস্বাভাবিক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্য গোঘাটে
এই ঘটনার তীব্র নিন্দা করেছে চক বাজার লক্ষ্মীমাতা ষোলো আনা বাজার কমিটি। কমিটির সদস্য ষষ্ঠী দে বলেন, বিষয়টি অত্যন্ত নিন্দাজনক। বিষ্ণুপুর থানার পুলিশ পরে অভিযুক্ত টোটো চালককে গ্রেফতার করে। সে জেরায় যাবতীয় দোষ স্বীকার করে নিয়েছে।
নীলাঞ্জন ব্যানার্জি