দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় দক্ষিণবঙ্গের বিভিন্ন বাস ডিপোতে বেশ কয়েকদিন ধরে একাধিক দাবিতে কর্মবিরতি এবং বিক্ষোভ দেখাচ্ছেন চুক্তিভিত্তিক এবং অস্থায়ী বাস চালক এবং পরিচালকরা। সোমবার তাদের মাসে ২৬ দিন কাজ দেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। পুজোর আগে সরকারি বাস সেইভাবে রাস্তায় না নামার ফলে সমস্যায় নাজেহাল হতে হচ্ছিল সাধারণ মানুষজনদের।
advertisement
আরও পড়ুনঃ পঞ্চম দিনে পড়ল বাঁকুড়া SBSTC বাস ডিপোতে কর্মবিরতি
রাজ্য সরকার অধীনস্থ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাঁকুড়া ডিপোর প্রায় ১৬০জন অস্থায়ী ও চুক্তিভিত্তিক বাসচালক এবং পরিচালক রয়েছেন। শুক্রবার সকাল থেকেই তারা তাদের একাধিক দাবি নিয়ে কর্ম বিরতি ও বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছিলেন তারা। শ্রমিক সংগঠনের ব্যানার এবং পতাকা লাগিয়ে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। সোমবার পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী আশ্বাস দিয়েছিলেন অস্থায়ী কর্মীদের পাশে থাকার।
আরও পড়ুনঃ চতুর্থদিনেও কর্মবিরতিতে সামিল অস্থায়ী ও চুক্তিভিত্তিক বাস চালক ও পরিচালকরা
সাথে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার সাথে কথা বলে তাদের ২৬ দিনের কাজ যেন দেওয়া যায় সেই ব্যাপারটিও আশ্বাস দিয়েছিলেন তিনি। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রীর কথায় আশ্বস্ত হয়ে ধর্মঘট তুলে নিলেন অস্থায়ী এবং চুক্তিভিত্তিক বাস চালক ও পরিচালকরা। আন্দোলনকারীরা বলেন সম কাজে সম বেতন, ২৬ দিনের কাজ সাথে বেতন বৃদ্ধি সহ সাত দফা দাবি ছিল তাদের। অবশেষে পঞ্চম দিন মঙ্গলবার রাত্রে তারা তাদের ধর্মঘট তুলে নেন। বুধবার সকাল থেকেই স্বাভাবিক হয় বাস পরিষেবা।
Joyjiban Goswami