Bankura News: পঞ্চম দিনে পড়ল বাঁকুড়া SBSTC বাস ডিপোতে কর্মবিরতি
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
দক্ষিণবঙ্গের বিভিন্ন বাস ডিপোতে বেশ কয়েকদিন ধরে একাধিক দাবিতে কর্মবিরতি এবং বিক্ষোভ দেখাচ্ছেন চুক্তিভিত্তিক এবং অস্থায়ী বাস চালক এবং পরিচালকরা।
#বাঁকুড়া : দক্ষিণবঙ্গের বিভিন্ন বাস ডিপোতে বেশ কয়েকদিন ধরে একাধিক দাবিতে কর্মবিরতি এবং বিক্ষোভ দেখাচ্ছেন চুক্তিভিত্তিক এবং অস্থায়ী বাস চালক এবং পরিচালকরা। সোমবার আন্দোলনকারীদের মাসে ২৬ দিন কাজ দেওয়ার আশ্বাস দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী। মন্ত্রীর আশ্বাসেও ভিজল না চিড়ে। বাঁকুড়া ডিপোতে পঞ্চম দিনে পড়ল অস্থায়ী ও চুক্তিভিত্তিক বাসচালক ও পরিচালকদের কর্মবিরতি। পুজোর আগে সরকারি বাস সেইভাবে রাস্তায় না নামার ফলে সমস্যায় নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষজনদের।
রাজ্য সরকার অধীনস্থ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাঁকুড়া ডিপোর প্রায় ১৬০জন অস্থায়ী ও চুক্তিভিত্তিক বাসচালক এবং পরিচালক রয়েছেন। শুক্রবার সকাল থেকেই তারা তাদের একাধিক দাবি নিয়ে কর্ম বিরতি ও বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন তারা। শ্রমিক সংগঠনের ব্যানার এবং পতাকা লাগিয়ে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিচ্ছেন তারা। আব্দুল হোসেন খান নামে এক আন্দোলনকারী বলেন শুক্রবার থেকে তারা ২৬ দিনের কাজ, বেতন বৃদ্ধি সহ সাত দফা দাবি নিয়ে তারা এই কর্মবিরতিতে সামিল হয়েছেন।
advertisement
আরও পড়ুনঃ চতুর্থদিনেও কর্মবিরতিতে সামিল অস্থায়ী ও চুক্তিভিত্তিক বাস চালক ও পরিচালকরা
তারা বলেন যে সমস্ত স্থায়ী চালক এবং পরিচালকরা রয়েছেন তারা বাস নিয়ে রাস্তায় নেমেছে। তারা কোনোরূপ তাদের বাধা সৃষ্টি করছে না। তাদের কর্ম বিরতি আজ পঞ্চম দিনে পড়ল। তিনি আরও বলেন গতকাল অর্থাৎ সোমবার পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী যে ঘোষণা করেছেন তা তাদের কাছে পরিষ্কার নয়। তাই যতক্ষণ না পুরো ব্যাপারটি পরিষ্কার ভাবে সরকারি তরফে কিছু বলা হচ্ছে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবেন। সোমবার পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন পুজোর আগে বাস না চলায় সাধারণ মানুষদের চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ দ্বিতীয় দিনে পড়ল অস্থায়ী ও চুক্তিভিত্তিক বাসচালক ও পরিচালকদের কর্মবিরতি
দক্ষিণবঙ্গের বিভিন্ন ডিপোতে আন্দোলনকারীদের আন্দোলন তুলে নেওয়ার আবেদন জানান তিনি। তিনি অস্থায়ী কর্মীদের ২৬ দিনের কাজের আশ্বাস দেন। পুজো মিটলেই আন্দোলনকারীদের সাথে কথা বলারও আশ্বাস দেন তিনি। তিনি বলেন দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় সংস্কার কর্তৃপক্ষের সাথে এই বিষয়ে কথা হয়েছে। ২৬ দিনের কাজ ওদের দেওয়া হবে। শুক্র, শনি, রবি, সোম এবং মঙ্গল এই পাঁচদিন কোন অস্থায়ী চালক এবং পরিচালকরা কাজে যোগ না দেওয়াই স্থায়ী কর্মীরাই পরিস্থিতি মোকাবেলাই বাস নিয়ে রাস্তায় বেরিয়েছে। তবে সরকারি বাসের সংখ্যা কম থাকায় পুজোর আগে চরম সমস্যায় পড়ছেন বাসযাত্রীরা।
advertisement
Joyjiban Goswami
view commentsLocation :
First Published :
September 27, 2022 4:50 PM IST