Bankura News: দ্বিতীয় দিনে পড়ল অস্থায়ী ও চুক্তিভিত্তিক বাসচালক ও পরিচালকদের কর্মবিরতি

Last Updated:

দ্বিতীয় দিনে পড়ল অস্থায়ী ও চুক্তিভিত্তিক বাসচালক ও পরিচালকদের কর্মবিরতি। মহালয়ার আগের দিন বাস সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। রাজ্য সরকার অধীনস্থ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাঁকুড়া ডিপোর প্রায় ১৬০জন অস্থায়ী ও চুক্তিভিত্তিক বাসচালক এবং পরিচালক রয়েছেন।

#বাঁকুড়া : দ্বিতীয় দিনে পড়ল অস্থায়ী ও চুক্তিভিত্তিক বাসচালক ও পরিচালকদের কর্মবিরতি। মহালয়ার আগের দিন বাস সমস্যায় নাজেহাল সাধারণ মানুষ। রাজ্য সরকার অধীনস্থ দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাঁকুড়া ডিপোর প্রায় ১৬০জন অস্থায়ী ও চুক্তিভিত্তিক বাসচালক এবং পরিচালক রয়েছেন। শুক্রবার সকাল থেকে থেকে অনির্দিষ্ট কালের জন্য কর্ম বিরতি ও বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছেন তারা। শ্রমিক সংগঠনের ব্যানার এবং পতাকা লাগিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের নিজেদের দাবি আদায়ের চেষ্টা চালাচ্ছেন তারা। আন্দোলনকারীদের দাবি তাদের পারিশ্রমিক হয় দৈনিক কাজের ভিত্তিতে।
নিয়মমতো ২৬ দিনের কাজ মেলার কথা থাকলেও সময় মত মেলে না কাজ। আর সঠিক সময়ে কাজ না মেলায় চার-পাঁচ হাজারের বেশী মজুরি মেলে না। তারা আরো বলেন তাদের মূলত দাবি সারাদিন তারা যে পরিশ্রম দেন সে অনুপাতে মজুরি পান না। তাই সমকাজে সমবেতনের দাবি জানান তারা এবং সময় মত বেতন সহ মাসের ২৬ দিনের কাজ এবং অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ করার দাবি জানান তারা। শুক্র এবং শনিবার এই দুইদিন কোন অস্থায়ী কর্মী কাজে যোগ না দেওয়াই স্থায়ী কর্মীরাই পরিস্থিতি মোকাবেলাই বাস নিয়ে রাস্তায় বেরিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ প্রাপ্য বোনাসের দাবিতে সোনামুখী পৌরসভার সামনে ঝাড়ুহাতে বিক্ষোভ অস্থায়ী কর্মীদের
তবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বাঁকুড়া ডিপো থেকে বেরোনো বাসের সংখ্যা নিতান্তই খুব কম। বাসচালক এবং বাস পরিচালকদের তরফে জানানো হয়েছে পুজোর আগে কোনভাবেই তারা সাধারণ যাত্রীদের সমস্যায় ফেলতে চান না। কিন্তু দীর্ঘদিন ধরেই তাদের দাবি দাওয়া সংশ্লিষ্ট সংস্থাকে জানানো হলেও মেলেনি কোন সুরাহা। যার কারণে এক প্রকার বাধ্য হয়েই তারা একসাথে কর্ম বিরতির সিদ্ধান্ত নিয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ নিয়োগের দাবিতে ফের আন্দোলনে নামলেন বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দ
বছরের পর বছর তারা কাজ করে যাচ্ছেন কিন্তু বেতন তাদের একই রয়ে গেছে। কিন্তু সারাদিনের পরিশ্রম তাদের কম নয়। তারা পারিশ্রমিক পান দৈনন্দিন কাজের ভিত্তিতে। কাজ এবং পারিশ্রমিক কোনটাই সঠিক সময়ে মতো পান না তারা। তাই তারা এই দুদিন যাবত কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। তবে তাদের দাবিদাওয়া মানা না হলে তারা এই কর্মবিরতি এবং বিক্ষোভ কর্মসূচি আগামী দিনে বৃহৎ আকার ধারণ করবে বলে হুঁশিয়ারি দেন।
advertisement
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: দ্বিতীয় দিনে পড়ল অস্থায়ী ও চুক্তিভিত্তিক বাসচালক ও পরিচালকদের কর্মবিরতি
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement