সতীঘাট ব্রিজের কাজ চলায় এতদিন প্রায় তিন কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছিল সাধারণ মানুষকে। দিনের পর দিন চলছিল চরম ভোগান্তি। বিকল্প রাস্তা হিসেবে হাড় কঙ্কাল বেরোনো কাঠের ব্রিজের উপর দিয়ে চলছিল নিত্য পারাপার। তবে অবশেষে সেই দুর্ভোগ ঘুচিয়ে উদ্বোধন হল গন্ধেশ্বরী নদীর উপর সতীঘাট ব্রিজের। খরচ হল ১৭ কোটি টাকা। আর ঘুরে ঘুরে নয়, এবার সোজাসুজি ব্রিজের উপর দিয়ে এক নিমেষ এই রাস্তা পারাপার করতে পারবে সাধারণ মানুষ। বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ভার্চুয়ালি এই ব্রিজের উদ্বোধন করেন।
advertisement
আরও পড়ুন: লিজ দেওয়া বন্ধ করে চাষিরা নিজেরা চাষ করতেই লিচুর ব্যাপক ফলন জয়নগরে
বিকেলে এই উদ্বোধন উপলক্ষে স্থানীয় স্তরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলাশাসক সহ বহু বিশিষ্টজন। সেই সময় দেদার ভিড় জমেছিল মঞ্চের সামনে। ২০১৮ সালে এই ব্রিজ সংস্কারের কাজ শুরু হয়েছিল। এদিন ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে নতুন করে তৈরি হওয়া সতীঘাট ব্রিজের উদ্বোধন করা হয়। এই ব্রিজ চালু হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে বাঁকুড়ার মানুষ।
নীলাঞ্জন ব্যানার্জি