বিক্রম থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে রোভার প্রজ্ঞান। চন্দ্রপৃষ্ঠে চলমান প্রজ্ঞান জোগাড় করছে একাধিক তথ্য। এই তিন মডেল বানিয়ে প্রদর্শন করল বাঁকুড়া হিন্দু হাইস্কুলের ছাত্ররা। চন্দ্রযান-৩ সাফল্যের আলোড়ন এখনও অব্যাহত সমগ্র দেশজুড়ে। বিজ্ঞানও প্রযুক্তিতে এই বিরাট সাফল্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে বাঁকুড়া হিন্দু হাইস্কুলের ছাত্ররা বানালেন এই মডেলগুলি।
আরও পড়ুন- বড়সড় বিপাকে পড়েছেন ইমন চক্রবর্তী, ওপার বাংলা থেকে সাহায্য চাইলেন গায়িকা, হঠাৎ হলটা কী?
advertisement
আরও পড়ুন-‘আমি যদি বিয়ে করতে চাই…’ ললিত মোদিকে নিয়ে বিস্ফোরক সুস্মিতা! মুখ খুলতেই তোলপাড়
কার্ডবোর্ড দিয়ে তৈরি করা হয়েছে, স্ট্যান্ডবাই মডেলগুলি। সক্রিয় মডেল গুলি তৈরি করা হয়েছে পিভিসি পাইপ, এলইডি, তার এবং রং ব্যবহার করা হয়েছে। পুরো প্রজেক্টটিতে খরচ হয়েছে দেড় হাজার টাকা।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুদীপ মুখোপাধ্যায় জানালেন, চন্দ্রযানের সাফল্যের পর বিজ্ঞানের প্রতি ঝোঁক বেড়েছে ছাত্র-ছাত্রী এবং দেশবাসীর। বেড়েছে কিছু করে দেখানোর ইচ্ছা। অ্যাপ্লিকেশন বেসড সাইনস জায়গা করে নিয়েছে দৈনিক জীবনে। ছোট্ট ছাত্র ছাত্রীদের এই কর্মকাণ্ডে গর্বিত জেলার মানুষ। একটি প্রকৃত বিদ্যালয় শিক্ষার্থীদের কল্পনাগুলিকে বাস্তবায়ন করার রাস্তা দেখায়। তাদের জন্যে খুলে দেয় নতুন দিগন্ত। ঠিক সেই চিত্রই ধরা পড়ল বাঁকুড়া হিন্দু হাই স্কুলে।
নীলাঞ্জন ব্যানার্জী