পুতুল নাচ খুবই কঠিন একটি শিল্প। প্রাণহীন পুতুলগুলির মধ্যে দিয়ে প্রাণ ফোটানোর জন্য নিজের হাতে তৈরি করতে হয় প্রত্যেকটি পুতুল তারপর পুতুলের বস্ত্র এবং অলংকার নির্বাচন করে পরানো হয় পুতুলে। পুতুল নাচের গল্প এবং পুতুল নাচের স্ক্রিপ্ট তৈরি করতে হয় শিল্পীদের তারপর ব্যাকস্টেজে থাকে বাদ্যকরদের এবং কথা শিল্পীদের দল। তার সঙ্গে রয়েছে চোখ ধাঁধানো আলোকসজ্জা।
advertisement
আরও পড়ুন: দেখে মনে হবে ভিনগ্রহের ক্যাকটাস, তৈরি হচ্ছে পরশমণিতে
আগেকার দিনে পুতুল নাচ হলে দূর-দূরান্ত থেকে দল বেঁধে আসত উৎসাহী মানুষ। বিস্ফারিত চোখ নিয়ে মাটিতে বসে বা পাশে দাঁড়িয়ে উপভোগ করত প্রাণহীন পুতুলগুলির নাটক। বাঁকুড়াতেও সেই একই চিত্র ধরা পরল। পুতুল নাচ দেখতে জমা হয় চোখে পড়ার মত ভিড়। প্রতিবছরই এই মঞ্চে পালিত হয় পুতুল নাচ। তাই এই বছর ডোকরা মেলা উপলক্ষে পালিত হল পুতুল নাচ।
Nilanjan Banerjee