Bankura News: দেখে মনে হবে ভিনগ্রহের ক্যাকটাস, তৈরি হচ্ছে পরশমণিতে
- Published by:Arjun Neogi
Last Updated:
দেখে মনে হবে এ যেন অন্য গ্রহ থেকে আসা কোন উদ্ভিদ। এই ক্যাকটাস বাঁকুড়ার বাজারে বিক্রি করছে পরশমনি। বর্তমানে ক্যাকটাস কিনে উপহার দেওয়া একটি ট্রেন্ড তৈরি হয়েছে।
বাঁকুড়া: এবার কাটাই ফুল ফোটাচ্ছে বাঁকুড়ার পরশমনি। ক্যাকটাসে ক্যাকটাসে ভরে গেছে পরশমণির নার্সারী । গাছ লাগাতে ভালোবাসেন এরকম অনেকেই রয়েছেন। বাড়ির বাইরে বীজ পুতে গাছ লাগানো অথবা বাড়ির ভেতরে টবে ছোট্ট ছোট্ট চারা গাছ। সে যাই হোক, বর্তমানে গাছ দিয়ে ঘর সাজাচ্ছেন অনেকে। এই ঘর সাজানোর ছোট চারা গাছ গুলির মধ্যে অন্যতম হল ক্যাকটাস বা চরমভাবাপন্ন এলাকায় জন্ম নেওয়া কাঁটা জাতীয় উদ্ভিদ। একটি ক্যাকটাস কে পরিচর্যা করতে খুব কম পরিমাণ জল লাগে , তাই আজ কালকার ব্যস্ততার বাজারে ক্যাকটাস হয়ে উঠেছে একটি মোক্ষম ঘর সাজাবার জিনিস।
বাঁকুড়া জেলার দামোদরপুরে অবস্থিত পরশমনি ডেভেলপমেন্ট এন্ড রিসার্চ ফাউন্ডেশনের নার্সারিতে তৈরি করা হচ্ছে একাধিক রকমারি ক্যাকটাস চারা। এবং খুব স্বল্প মূল্য থেকে শুরু করে বিভিন্ন দামে বিক্রি হচ্ছে এই ক্যাকটাস। বাজারে চাহিদাও বিপুল। পরপর সাজানো রয়েছে বিভিন্ন ধরনের ক্যাকটাস। প্রত্যেকের আকার আকৃতি দেখলে চক্ষু চরক গাছ। দেখে মনে হবে এ যেন অন্য গ্রহ থেকে আসা কোন উদ্ভিদ।
advertisement
আরও পড়ুন: North 24 Parganas News: ঝুলিতে বলিউডের গান! বাড়ি ফিরে খুশি Indian Idol-এর দেবস্মিতা, কী কী আয়োজন হল
advertisement
এই ক্যাকটাস বাঁকুড়ার বাজারে বিক্রি করছে পরশমনি। বর্তমানে ক্যাকটাস কিনে উপহার দেওয়া একটি ট্রেন্ড তৈরি হয়েছে। উপহার হিসেবে দেদার বিক্রি হচ্ছে ক্যাকটাস চারা। পরশমণির নার্সারিতে তৈরি হচ্ছে সেই উৎকৃষ্ট ক্যাকটাস চারাগুলি যার মধ্যে সবথেকে উৎকৃষ্ট মানের ক্যাকটাস হল সেকুলান।
advertisement
আরও পড়ুন: BJP: মিঠুনকে মাঠে নামিয়েও কাজ হল না, ফের ফেল বঙ্গ বিজেপি! পঞ্চায়েতের আগে অশনি সঙ্কেত
শুধুমাত্র ফলমূল বা শাকসবজিই নয়। রুক্ষ সুক্ষ আবহাওয়ার কাটাযুক্ত ক্যাকটাস দিয়েও আসতে পারে সফলতা। ক্যাকটাস ছাড়া তৈরি করে এবং সেটির পরিচর্যা করলেই সেটি রূপান্তরিত হবে একটি ঘর সাজানোর দ্রব্যতে। কালেভদ্রে সামান্য জল ,ব্যাস এইটুকুতেই সতেজ থাকবে ক্যাকটাস। আম জাম নয় এবার কাঁটা দিয়ে বাঁকুড়ার বাজারে ফুল ফুটিয়ে তাক লাগাল পরশমণি।
advertisement
Nilanjan Banerjee
Location :
Kolkata,West Bengal
First Published :
April 09, 2023 12:52 AM IST