স্থানীয় সূত্রে জানা যায় , দীর্ঘদিন ধরেই অতনু সাহু নামে ওই পোস্টমাস্টার এলাকার যে সমস্ত গ্রাহকরা রয়েছে তার টাকা জমা নিত। সেই টাকা পাস বুকে নিজে কলমে লিখে দিয়ে স্ট্যাম্প দিয়ে দিত। তবে গ্রাহকরা কোনদিনই সেই ব্যাপারটি সন্দেহের চোখে দেখেননি। সেই টাকা যে কখনও হেড পোস্ট অফিসে জমা হত না তারা অনুমান করতেই পারেননি। তবে এক গ্রাহক ইন্দাসের হেড পোস্ট অফিসে তার জমানো প্রাপ্য টাকা তুলতে গেলে দেখেন তার অ্যাকাউন্টে কোনও টাকা নেই। এরপরেই একে একে অন্যান্য গ্রাহকরাও তাদের অ্যাকাউন্টে টাকার পরিমাণ দেখতে গিয়ে দেখেন তাদেরও একই অবস্থা। তাদের টাকাও জমা পড়েনি তাদের অ্যাকাউন্টে। এর পরেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়৷ ঘটনার কথা জানা জানি হতেই বাঁকুড়া জেলা পোস্ট অফিসের পক্ষ থেকে ওই পোস্টমাস্টারকে অপসারণ করা হয়েছিল।
advertisement
আরও পড়ুন Record number of Hilsa: বড়ই সুখবর! এক সপ্তাহে রেকর্ড পরিমাণ ইলিশ দিঘায়
গ্রামবাসীরা অবিলম্বে ধৃত ওই পোস্টমাস্টারকে আইন অনুযায়ী কড়া শাস্তির দাবি জানান। বাঁকুড়া উত্তর বিভাগের পোস্ট অফিসের পক্ষ থেকে ইন্দাস থানায় একটি অভিযোগ লিখিত আকারে দায়ের করা হয়েছিল ওই অভিযুক্ত পোস্টমাস্টারের বিরুদ্ধে । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে ইন্দাস থানার পুলিশ। অতনু শাহু নামে ওই ব্যক্তির বিরুদ্ধে তল্লাশি শুরু হয়। বেশ কয়েকদিন পুলিশের চোখে ধুলো দিয়ে অন্যত্র জায়গায় পালিয়ে বেড়ালেও অবশেষে শেষরক্ষা হল না অতনুর।
গোপন সূত্রে খবর পেয়ে ইন্দাস থানার পুলিশের জালে ধরা পড়ে অতনু। ইন্দাস থানার দীঘল গ্রামের বাড়ি থেকে মঙ্গলবার রাত্রি নাগাদ গ্রেফতার করে নিয়ে আসা হয় ইন্দাস থানায়। বুধবার অভিযুক্ত ওই ব্যক্তিকে বিষ্ণুপুর আদালতে তোলা হলে বিচারক চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ওই ব্যক্তিকে।
জয়জীবন গোস্বামী