Arpita Mukherjee| Latest News: আবারও মিলতে পারে কোটি টাকা! বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে ও বাড়িতে হানা ইডি-র

Last Updated:

North 24 Parganas News: আবারও মিলতে পারে কোটি টাকা! বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে ও বাড়িতে হানা ইডি-র, ভিড় প্রতিবেশীদের

ই ডি -র হানা, কোটি টাকা দেখার জন্য মানুষের ভিড়
ই ডি -র হানা, কোটি টাকা দেখার জন্য মানুষের ভিড়
#উত্তর ২৪ পরগনা: হানা দিয়েছে ইডির আধিকারিকরা। খবর জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় বেলঘড়িয়া রথতলায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের আশপাশে। কৌতুহলী মানুষরা ভিড় জমাতে থাকেন এলাকায়। আবারও মিলতে পারে কোটি কোটি টাকা। এদিন বেলা বারোটার কিছু সময় পড়ে চারটে গাড়ি করে ১২ জন সদস্যের ইডির দল এসে পৌঁছায়। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী।
ইতিমধ্যেই ইডি নিজেদের হেফাজতে নিয়েছে মডেল-অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে। অর্পিতার কাছ থেকেই পাওয়া গিয়েছে ২১ কোটি২০ লক্ষ টাকা সহ লক্ষ লক্ষ টাকার বহু মূল্যের সামগ্রী। এবার আরও সম্পত্তি ও গুরুত্বপূর্ণ নথির খোঁজে বেলঘরিয়ার আবাসনে তল্লাশি অভিযান চালাতে চায় ইডি। কিন্তু ফ্ল্যাটে গিয়ে দেখা যায় তালা বন্ধ রয়েছে।
advertisement
advertisement
নিরুপায় হয়ে অবশেষে ইডির কর্তারা হানা দেন বেলঘড়িয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের দেওয়ান পাড়ার পৈত্রিক বাড়িতে। সেখানেই রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়ের মা ও এক পরিচারিকা। অনুমান এই বাড়ি থেকেই মিলতে পারে ফ্ল্যাটের চাবির হদিস। কিন্তু, দেওয়ান পাড়ার বাড়িতে যেতেই ভীত ও আতঙ্কিত হয়ে পড়েন অর্পিতার বৃদ্ধ মা ও পরিচারিকা। প্রথমে দরজা খুলতে না চাইলেও পরবর্তী সময়ে অবশ্য তা খুলে দেওয়া হয়।
advertisement
বাড়িতে ঢুকতে বাধাপ্রাপ্ত হয়ে, পাশের বাড়ির ছাদে উঠে অর্পিতার মায়ের সঙ্গে কথা বলার চেষ্টাও করতে দেখা যায় ইডির আধিকারিকদের। এরপরে ইডির দল বাড়ির ভিতরে প্রবেশ করে অর্পিতা দেবীর মা-কে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন বলে সূত্রের খবর।
advertisement
পেরিয়ে গিয়েছে বেশ কয়েক ঘণ্টা, এখনও ইডির আধিকারিকেরা রয়েছেন বাড়ির ভেতরেই। মনে করা হচ্ছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি ও তথ্য আসবে এখান থেকেই। বাড়ির ভেতরে তল্লাশি চালিয়ে যদি অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের চাবি পাওয়া যায় সেক্ষেত্রে সেখানেও তল্লাশি চালাবেন ইডির আধিকারিকেরা। আর সেখান থেকেও টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর তাই স্থানীয় মানুষেরা রীতিমতো দুপুরের খাওয়া দাওয়া বাদ দিয়েই ঘটনার প্রতিটি পর্যায়ের উপর নজর রাখছেন।
advertisement
(প্রতিবেদক - রুদ্র নারায়ণ রায়)
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
Arpita Mukherjee| Latest News: আবারও মিলতে পারে কোটি টাকা! বেলঘরিয়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে ও বাড়িতে হানা ইডি-র
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement