TRENDING:

Bankura: মুকুটমণিপুর জলাধার থেকে ছাড়া হল দশ হাজার কিউসেক জল

Last Updated:

বাঁকুড়া শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূর গেলেই দেখা মিলবে বাঁকুড়ার রাণী মুকুটমণিপুরের জলাধারের সৌন্দর্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া : বাঁকুড়া শহর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূর গেলেই দেখা মিলবে বাঁকুড়ার রাণী মুকুটমণিপুরের জলাধারের সৌন্দর্য। পর্যটকদের কাছে ঘোরার এক আকর্ষণীয় এবং মনোরম জায়গা। নিম্ন চাপের জেরে প্রবল বর্ষণ শুরু হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। আর এই অবিরাম বৃষ্টিতে ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাঁধ প্রায় কানায় কানায় ভর্তি। মুকুটমণিপুর জলাধারের সুরক্ষার কথা মাথায় রেখে চলতি মরশুমে বাঁকুড়ার মুকুটমনিপুর জলাধার থেকে বুধবার সকাল ১১ টা ৪০ মিনিট থেকে চারটি গেটের মাধ্যমে দশ হাজার কিউসেক জল ছাড়া শুরু করলো কংসাবতী সেচ বিভাগ।
advertisement

 

 

সেচ দপ্তর সুত্রে জানা যায় এই নিম্ন চাপের গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে মুকুটমনিপুরের পাশাপাশি জল জমেছে পুরুলিয়াতেও। তাই জলস্তর বাড়ায় জল ছাড়ার সিন্ধান্ত নিয়েছে কংসাবতী সেচ বিভাগ। ৪৪০ ফুট জল ধারন ক্ষমতা সম্পন্ন মুকুটমনিপুর জলাধারে এই মূহুর্তে ৪৩২.৫৫ ফুট জল রয়েছে তাই বুধবার চারটি লক গেট থেকে প্রায় দশ হাজার কিউসেক হারে জল ছাড়া হল।

advertisement

আরও পড়ুনঃ একদিকে হাতি, অপরদিকে নেকড়ে! আতঙ্কে জর্জরিত গ্রামবাসীরা

 

 

অন্যদিকে বিপদ এড়াতে মুকুটমণিপুর জলাধারে নিচের এলাকার কংসাবতী নদীর সংলগ্ন বিভিন্ন গ্রামে জল ছাড়ার বিষয়ে ইতিমধ্যেই মাইকিং করে সচেতন করা হয়েছে বলে সেচ বিভাগ সূত্রে জানা যায়। মুকুটমণিপুর জলাধারে বেড়াতে এসে বিভিন্ন পর্যটক এই মনোরম দৃশ্য উপভোগ করছেন এবং সাথে জল ছাড়ার এই দৃশ্য তাদের ক্যামেরায় ফ্রেমবন্দী করছেন।

advertisement

আরও পড়ুনঃ দীর্ঘ আট বছর আইনী লড়াই সফল! অবশেষে চাকরি পেতে চলেছেন সুরজিৎ

 

 

পুলিশের পক্ষ থেকে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কড়া নজরদারি চালানো হচ্ছে মুকুটমণিপুর জলাধার এলাকায়। মুকুটমণিপুর জলাধার বেড়াতে এসে চৈতালি ধর এবং অর্ঘ্য পাল বলেন অনেকবার মুকুটমণিপুর বেড়াতে এলেও জল ছাড়ার এই অপূর্ব দৃশ্য তারা আগে কোনদিন দেখেননি। বাঁকুড়ার রানী মুকুটমনিপুরের এই অপূর্ব সৌন্দর্য দেখা এক আলাদা অনুভূতি।

advertisement

 

 

 

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

Joyjiban Goswami

বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: মুকুটমণিপুর জলাধার থেকে ছাড়া হল দশ হাজার কিউসেক জল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল