লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মাল গাড়ির পিছনে হোম সিগন্যাল আউটলুক করে বাঁকুড়া থেকে বিষ্ণুপুরগামী মালগাড়ি থ্রু লাইন বরাবর না এগিয়ে ঢুকে পড়ে লুপ লাইনে এবং সজোরে ধাক্কা মারে দাঁড়িয়ে থাকা মাল গাড়িটির পিছনে। চালক এবং অ্যাসিস্ট্যান্ট আহত হন।
করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার মতই আবারও লুপ লাইনে ঢুকে পড়ে একটি মালগাড়ি। প্রাথমিকভাবে আদ্রা ডিভিশনের ডিআরএম জানান ‘হয়ত ঘুমিয়ে পড়েছিলেন ড্রাইভার সেই কারণেই হয়তো সিগন্যাল আউটলুক হয়েছে৷’
advertisement
আরও পড়ুন – Pregnant Woman: ঘরে রয়েছে ৮ মেয়ে, ফের অন্তঃসত্ত্বা মহিলা কাজ করছিলেন মাঠে, তারপর মর্মান্তিক
এই দুর্ঘটনায় একেবারে ধ্বংস হয়ে যায় দুটি রেলগাড়ি, লাইন থেকে ছিটকে যায় একাধিক বগি। একবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ঘটনাস্থল। ক্ষতিগ্রস্ত হয়েছে আপ এবং ডাউন লাইন এবং ওভারহেড তার। পরিষেবা আবার স্বাভাবিক করতে দ্রুত তৎপরতার সাথে কাজ করছে রেল দপ্তর। সবকিছু স্বাভাবিক হতে দুই থেকে তিন দিন সময় লাগবে বলে জানিয়েছেন আদ্রা ডিভিশনের ডি আর এম মণীষ কুমার।
Nilanjan Banerjee





