তৎক্ষণাৎ ছুটে আসে তারা। প্রাথমিকভাবে হাত লাগায় তারা উদ্ধারকাজে। খবর দেওয়া হয় স্থানীয় পাত্রসায়ের থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাত্রসায়ের থানার পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের যৌথ প্রচেষ্টায় ওই দামোদর নদের জল থেকে আহত ওই মারুতি ভ্যানের আট যাত্রীকে উদ্ধার করে তীরে তোলা হয়।
আরও পড়ুনঃ জেলার মাধ্যমিকের কৃতীদের ভবিষ্যৎ পরিকল্পনা
advertisement
উদ্ধারের পর আহতদের তড়িঘড়ি স্থানীয় গলসি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ওই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে একজনের অবস্থার অবনতী দেখে ৮ জনের মধ্যে ১ জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
আরও পড়ুনঃ জালনোট কাণ্ডে ধৃত ব্যক্তির পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ বিচারকের
পাত্রসায়ের থানার পুলিশের পক্ষ থেকে দামোদর নদের জলে পড়ে যাওয়া ওই মারুতি ভ্যানটিকে জেসিবির সাহায্যে নদীর জল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় থানায়।
Joyjiban Goswami