বাঁকুড়ার প্রাচীন এই এক্তেশ্বর শিব মন্দিরকে ঘিরে নানান জনশ্রুতি রয়েছে। বহুল প্রচারিত জনশ্রুতিটি হলো, বিষ্ণুপুরের মল্ল রাজার সঙ্গে ছাতনার সামন্তভূমের রাজার রাজ্যের সীমানা নিয়ে বিবাদ হয়। সেই বিবাদ চরমে উঠলে তার মীমাংসা করেন স্বয়ং শিবশম্ভূ। দুই রাজার রাজ্যের সীমানার সংযোগস্থলে একতার প্রতীক হিসেবে এই এক্তেশ্বর মন্দির স্থাপিত হয় বলে অনেকেই বিশ্বাস করেন।
advertisement
আরও পড়ুন - Maha Shivratri 2023: এই শিবরাত্রিতে রয়েছে মহাযোগ! জানুন কী করলে পাবেন মহাদেবের আশীর্বাদ
শনিবার শিবরাত্রির দিন একেবারে সকাল থেকে এক্তেশ্বর শিব মন্দিরে ভক্তদের ঢল নামার কারণে ব্যস্ততা বেড়েছে পুরোহিতদেরও। 'হর হর মহাদেব' ধ্বনিতে মুখরিত মন্দির চত্বর।
আরও পড়ুন - Paschim Medinipur News: জীবনানন্দ দাশের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, তৈরি হবে কবির পূর্ণাবয়ব মূর্তি
অসংখ্য ভক্ত সমাগমের কারণে প্রশাসনের তরফে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সঙ্গে মন্দির কমিটির নিজস্ব 'স্বেচ্ছাসেবক'রা তো আছেনই।
শিবরাত্রি উপলক্ষ্যে মন্দিরে বিপুল জনসমাগমের কারণে বিক্রি বেড়েছে স্থানীয়দের ব্যবসায়ীদেরও। ফুল, মালা সহ অন্যান্য পূজা সামগ্রীর বিক্রি বেশ ভালো, আর ঠিক সেই কারণে সারা রাত দোকান খোলা থাকবে বলেই তাঁরা জানিয়েছেন।
Nilanjan Banerjee