Paschim Medinipur News: জীবনানন্দ দাশের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, তৈরি হবে কবির পূর্ণাবয়ব মূর্তি
- Published by:Debalina Datta
- local18
Last Updated:
Paschim Medinipur News: কবি জীবনানন্দ দাশের জন্মদিবস পালন ও পুনাবয়ব মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন
বেলদা: বাস্তব ধর্মী কবি জীবনানন্দ দাশ এর জন্মদিনের স্মরণ অনুষ্ঠান এবং কবির পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজিত হয়েছিল বেলদায়। ধ্রুপদী হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশন এর উদ্যোগে কবি জীবনানন্দ দাশের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হল কবির জন্মবার্ষিকীতে। প্রদীপ প্রজ্জ্বলন, কবি জীবনানন্দ দাশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সংক্ষিপ্ত আলোচনা ও গানের মধ্য দিয়ে এদিনের এই দিনটিকে পালন করা হয়।
জীবনানন্দ দাশ ছিলেন বিংশ শতকের এক বাস্তবধর্মী কবি। যাঁর লেখার মধ্যে ছিল মৌলিকত্ব। ১৭ ফেব্রুয়ারি ওপার বাংলায় বরিশালে জন্ম কবির। বিভিন্ন কলেজে অধ্যাপনার পাশাপাশি খড়গপুর কলেজেও ২ বছর তিনি অধ্যাপনার কাজ করেছেন। বেলদাতে কবি জীবনানন্দ দাশের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা হতে চলেছে। তার আগে কবি-র জন্মবার্ষিকীতে পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠার ভিত্তি প্রস্তর স্থাপনের কাজ হল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ভাস্কর শিল্পী সুধীর মাইতি, শিল্পী গোপাল বসু, ধ্রুপদী হেরিটেজ রিসার্চ ফাউন্ডেশন এর অন্যতম কর্মকর্তা কার্তিক মাইতি সহ অন্যরা।
advertisement
advertisement
পশ্চিম মেদিনীপুরের বেলদায় শুধু এদিন ভিত্তি স্থাপনের কাজ নয়, কবির জীবনাদর্শ নিয়ে সাহিত্য সভার আয়োজন করা হয়। প্রসঙ্গত বর্তমান মোবাইল নির্ভর সমাজে, কবিতা কিংবা গল্পের বই পড়া প্রবণতা হারিয়েছে। কবি জীবনানন্দ দাশকে ভুলতে বসেছে আপামর বাঙালি। তাই কবি র জন্মদিনে তাকে স্মরণ এবং সাহিত্য আলোচনায় ধ্রুপদী।
advertisement
Ranjan Chanda
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2023 12:11 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: জীবনানন্দ দাশের জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, তৈরি হবে কবির পূর্ণাবয়ব মূর্তি