Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
সারাদিন বইয়ের মধ্যে মুখ গুজে নয়, বাঁকুড়ার অন্বেষার মন্ত্র হল এফেক্টিভ স্টাডি। নিজেকে সময় দিয়ে, নিজের রিফ্রেশমেন্ট-এর সময় বের করে নেয়। পড়ার সময় ঠিকভাবে মন দিয়ে পড়াশোনা করলেই পাওয়া যাবে সফলতা, এমনটাই মনে করে অন্বেষা চক্রবর্তী। বাবা ইংরেজি শিক্ষক হলেও মেয়ের ইচ্ছা ডাক্তার হওয়ার। আধ্যাত্মিকতায় পরিপূর্ণ অন্বেষার প্রিয় বিষয় অংক এবং ফিজিক্স।
advertisement
নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 6:50 PM IST