ঠিক তার পাশেই রয়েছে আরও একটি শৈবক্ষেত্র। তবে শিব ভক্তরা ঠিক পৌঁছে যান এখানে! গোটা শ্রাবণ মাস ধরেই এখানে মানুষের ভিড় জমে। এবং চলে পুজো! ভিড় জমান স্থানীয় মানুষজন থেকে দূরদূরান্তের ভক্তেরা!
আরও পড়ুন: ১৯ বছর পর বিরাট যোগ! দু’মাস ধরে চলবে মল-মাস! কী এই মাস? বিপদ এড়াতে জানুন
advertisement
আরও পড়ুন:
প্রাগৈতিহাসিক মল্লভূমি ছাতনা। এই ছাতনার আনাচে কানাচে লুকিয়ে আছে মল্ল রাজাদের ইতিহাস এবং শিবের আরাধনা। শুধুমাত্র ছাতনা নয়, সমগ্র বাঁকুড়া জেলায় দেখা যায় বিভিন্ন শৈব ক্ষেত্র। সেই রকমই এই ছোট্ট শৈব ক্ষেত্রটিও বাদ যায় না জল ঢালার সময়। যদিও সারা বছর এই জায়গাটি মূলত জমধারা এবং রাজা চন্দ্রবর্মার রহস্যময় শিলালিপির জন্যেই চর্চায় থাকে। মানুষের আনাগোনা বিক্ষিপ্ত ভাবে লেগেই থাকে এই দুর্গম জায়গায়। শত কষ্ট সহ্য করেও পাহাড়ের চরাই উৎরাই পেরিয়ে জল ঢালতে আসছেন পুণ্যার্থীরা যা আধ্যাত্বিক ভারতের এক অপূর্ব বার্তা বহন করে।
নীলাঞ্জন ব্যানার্জী